নতুন সময ডেস্ক
|
![]() বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না, এদেশের একজন শেখ হাসিনা আছে এই গুজব বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং গ্রাম মহল্লায় প্রচার করছে বিএনপি'র নেতা কর্মীরা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবেনা। কারণ- -আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য গুলো আমরা নিজেরাই উৎপাদন করি থাকি - সবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। - ধান ও আলু উৎপাদনে যথাক্রমে চতুর্থ ও সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমাদের প্রিয় বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার মত শতভাগ পর্যটন নির্ভর উপার্জন করে না। - আমাদের বাংলাদেশের প্রায় দুই কোটি রেমিট্যান্স যোদ্ধা আছে সারা পৃথিবীতে - আমাদের দেশের কোটি কোটি কৃষক আছে যারা নিজেদের জমিতে ফসল উৎপাদন করেন তারা সবাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য প্রায়ই রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আর সেই জন্য তাদের সবাইকে যাবতীয় সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন আমাদের আধুনিক বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি আমাদের এই সোনার বাংলাদেশকে স্বনির্ভর করে সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন শেখ হাসিনা আছেন, যা শ্রীলঙ্কার ছিল না, এখনও নেই । |