এশিয়া প্যাসিফিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: এডিবি
নতুন সময় প্রতিবেদক
|
![]() এশিয়া প্যাসিফিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক -২০১৯ শীর্ষক প্রতিবেদন সংস্থাটি বলেছে, ২০১৮ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ৯০ শতাংশ। এই হার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, ১৯-২০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। রপ্তানি ও রেমিটেন্স বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদনটি তুলে দেন এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ। গণমাধ্যমকে এই বিষয়েটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |