|
ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র কর্মশালা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র কর্মশালা সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রানী ও আরডিআরএস লালমনিরহাটের টেকনিক্যাল অফিসার (হেলথ) জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার এবং আরডিআরএস ভূরুঙ্গামারীর কমিউনিটি মবিলাইজার অমল রায়। বক্তারা বলেন, সরকারি সেবা সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা সরকারি সেবার আওতায় আরও বেশি অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন ফেডারেশনের সদস্য ও আরডিআরএস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
