|
পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন ৪ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ীরা অভিযোগ করেন স্থানীয় আওয়ামী দোসর গাজী শফিকুল ইসলাম ও মিনারুল ইসলাম কে ব্যবহার করে তৌহিদুল ইসলাম ও মুকুল হোসেন সহ কতিপয় ব্যক্তি এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ইটভাটা ব্যবসায়ী খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, আবু সুফিয়ান টিক্কা, পরিতোষ কুমার, আবেদা খাতুন, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, বাদশা গাজী, নজরুল গাজী, লুৎফর রহমান, জলিল সরদার, আকবর সরদার, জুয়েল গাজী, রিপন মোল্লা, চয়ন সরদার, সোহেল গাজী, তালেব মোল্লা, নাজমুল হোসেন, মনিরুল গাজী, মুন্না, রসুল সরদার, জয়নাল সরদার, ফরিদ হোসেন ও বেলাল হোসেন। মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
