ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৭ জানুয়ারি ২০২৬ ২৩ পৌষ ১৪৩২
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ট্রলি চালকের ৭ দিনের সাজা
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 4 January, 2026, 4:29 PM

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ট্রলি চালকের ৭ দিনের সাজা

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ট্রলি চালকের ৭ দিনের সাজা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত ট্রলি চালক তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে পরিবহন ও বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ট্রলি চালকের ৭ দিনের সাজা

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ট্রলি চালকের ৭ দিনের সাজা

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ তিনজন ট্রলি চালককে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)।

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন জানান, নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সবাইকে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status