ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
মেয়র হলেও এখনো কুইন্সের ভাড়া বাসায়, গ্রেসি ম্যানশন নিয়ে ভাবনায় মামদানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 November, 2025, 6:59 PM

মেয়র হলেও এখনো কুইন্সের ভাড়া বাসায়, গ্রেসি ম্যানশন নিয়ে ভাবনায় মামদানি

মেয়র হলেও এখনো কুইন্সের ভাড়া বাসায়, গ্রেসি ম্যানশন নিয়ে ভাবনায় মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গত সাত বছর ধরে কুইন্সের অ্যাস্টোরিয়ায় এক বেডরুমের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। অথচ সিটির মেয়রদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী ও বিলাসবহুল সরকারি বাসভবন- গ্রেসি ম্যানশন।

তবে সরকারি বাসভবনে উঠবেন কি না- এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা। সাংবাদিকদের প্রশ্নে তিনি রসিকতার ছলে বিষয়টি এড়িয়ে গেলেও পরে জানান, এখন তার পূর্ণ মনোযোগ ট্রানজিশন টিম গঠনের কাজে। মেয়র বাসভবনে থাকবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন স্ত্রী রামা দুয়াজির সঙ্গে আলোচনার পর।

মামদানি বলেন, এ মুহূর্তে আমার অগ্রাধিকার পুরোপুরি ট্রানজিশন প্রক্রিয়া। মেয়র বাসভবনে থাকব কি না, সেটি নিয়ে এখনো স্ত্রীর সঙ্গে কথা বলা হয়নি। যা-ই সিদ্ধান্ত নিই না কেন, তা প্রকাশ্যে জানিয়ে দেওয়া হবে।

ম্যানহাটনের আপার ইস্ট সাইডে অবস্থিত অষ্টাদশ শতকের শেষভাগে নির্মিত গ্রেসি ম্যানশন ১৯৪২ সাল থেকে নিউইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বর্তমানে মামদানি ও তার স্ত্রী কুইন্সে মাসে ২,৩০০ ডলার ভাড়া দিয়ে এক বেডরুমের ফ্ল্যাটে থাকছেন। স্টেট আইনপ্রণেতা হিসেবে তার বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ডলার। রাজনীতিতে যোগদানের আগে তিনি ছিলেন একজন হাউজিং কাউন্সেলর, যিনি আবাসন সংক্রান্ত পরামর্শ দিতেন।

এই পেশাজীবী জীবনেই মামদানি ঘনিষ্ঠভাবে দেখেছেন নিউইয়র্কের উচ্চমূল্যের ভাড়া, আবাসন সংকট ও গৃহহীনতার বাস্তবতা। সেই অভিজ্ঞতাই তাকে উদ্বুদ্ধ করেছে শহরবাসীর জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার অঙ্গীকার করতে- যা ছিল তার নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status