ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 September, 2025, 10:07 AM

রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার লড়াই হলেও, ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচটি চলমান টুর্নামেন্টের সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২ রানের বিশাল স্কোর করেও ভারত সহজ জয় পায়নি; শ্রীলঙ্কাও ঠিক তত রান তুলে সমতা নিয়ে ইনিংস শেষ করলে খেলা গড়ায় নাটকীয় সুপার ওভারে। শেষমেষ এই সুপার ওভারেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল, ফলে টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনাল খেলতে যাচ্ছে ভারত।

সুপার ওভারে শ্রীলঙ্কা ৪ বল খেলে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে বসে, ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রানের। ওয়ানিন্দু হাসারাঙ্গার করা প্রথম গুগলি ডেলিভারিতে কভার ড্রাইভ খেলে অধিনায়ক সূর্যকুমার শুভমান গিলকে সঙ্গে নিয়ে দৌড়ে ৩ রান আদায় করে দলকে জয় এনে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ঝোড়ো শুরু করলেও দলীয় ১৫ রানে শুভমান গিল (৪) আউট হন। তবে অভিষেক শর্মা পাওয়ার প্লেতে ঝড় তুলে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭১ রান জমা করেন। অভিষেক শর্মা ৩১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করে ফেরেন। এদিনও অধিনায়ক সূর্যকুমার যাদব (১২) বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা মিলে ৬৬ রানের জুটি গড়েন। স্যামসন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে ফিরলেও, তিলক ভার্মা ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। শেষদিকে অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রানের ক্যামিও খেললে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে ৫ বোলারই একটি করে উইকেট নেন।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ বলেই অভিজ্ঞ ওপেনার কুশল মেন্ডিসকে হারিয়ে ধাক্কা খায়, যিনি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন। এরপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা কুশল পেরেরার সঙ্গে ১২৭ রানের বড় জুটি গড়েন, যা টি-টোয়েন্টির যেকোনো উইকেটে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ জুটি। 

কুশল পেরেরা ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৮ রানে ফিরলেও নিশাঙ্কা শেষ ওভার পর্যন্ত টিকে থাকেন। আউট হওয়ার আগে এই তরুণ ওপেনার ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন, যা টি-টোয়েন্টি ফরম্যাটে নিশাঙ্কার প্রথম এবং ভারতের বিপক্ষে যেকোনো লঙ্কান ব্যাটারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

টি-টোয়েন্টি এশিয়া কাপে এর আগে সেঞ্চুরি ছিল কেবল বিরাট কোহলি ও হংকংয়ের বাবর হায়াতের। নিশাঙ্কা ৫৮ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কায় ১০৭ রান করে দলকে জয়ের পথে টেনে নিয়ে যান। এ ছাড়া ১১ বলে ২২ রানের ক্যামিও ইনিংস এলেও, শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি শ্রীলঙ্কা। তারা ১১ রান তুললে ভারত ও শ্রীলঙ্কার স্কোর ২০২ রানে সমতা নিয়ে ইনিংস শেষ হয়। 

ভারতের পক্ষে ৫ বোলারই সমান একটি করে উইকেট নেন। ফাইনালের আগে প্রধান তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়। এ নিয়ে টি-টোয়েন্টিতে ৬ বার সুপার ওভার খেলে শ্রীলঙ্কা ৪টিতেই হারল, অন্যদিকে ভারত ৬টি সুপার ওভারেই জয় পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status