পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) উত্তম কুমার মন্ডল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী প্রমূখ। সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে আগত সংরক্ষিত আসনের নারী সদস্য, নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, এর আগে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে র্যালির আয়োজন করা হলে এবার তা পালন করা হয়নি। তবে অন্যান্য জেলা ও উপজেলায় র্যালিসহ পালন করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, শুধু আলোচনা সভার কথা বলা হয়েছে। এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনা থেকে জানা যায়, উল্লেখিত প্রতিপাদ্যটি বহুল প্রচারের জন্য ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। অনেকেই বলছেন প্রতিপাদ্য প্রচারের মাধ্যম কি শুধুই আলোচনা সভা? |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |