তিন নারী ফুটবলারকে গনসংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 21 November, 2024, 5:22 PM
সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা, মাছুর ও আফাঈদার গনসংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন , আফাঈদা খন্দকার প্রান্তি ও মাছুরা পারভিন।
অনুভূতি প্রকাশে জাতীয় নারী ফুটবলার ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, আমরা মাঠে বেশি বেশি খেলা করি, তাই মাইক্রোফোনে কথা কম বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজকে এখানে। আপনাদের সমর্থন খেলায় আমাদের অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামীতে যাতে সাবিনা মাছুরা আফাঈদার মত আরো দলে বেশী করে খেলতে পারে সেজন্য জেলা প্রশাসক সহ সাতক্ষীরা বাসীকে এগিয়ে আসতে হবে। আজ আমরা সংবর্ধনা পেতে আসছি আগামীতে আমরা যাতে তাদের সংবর্ধনা দিতে পারি সে জন্য সকলকে চেষ্টা করতে হবে। আমাদের জেলাতে অনেক ভালো খেলোয়ার আছে তাদের সরকারি সঠিক পৃষ্টপোষকতা পেলে তারা অনেক ভাল খেলোয়াড় হবে। তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে হবে। এসব সম্ভবনাময়ী ফুটবলাদের সঠিকভাবে যত্ন নিলে তারা একদিন জাতীয় পযার্য়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে আমার বিশ^াস। যেসব সমস্যার সম্মুখীন হয়ে আমরা এই পর্যন্ত এসেছি, আগামি দিনে তাদের যেন সেসব সমস্যার হতে না হয়।
তিনি আক্ষেপ করে বলেন, ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাছুরা—প্রান্তিদের উঠিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়
তিনি আরও বলেন, আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া এবং পরিবারের সমর্থন ছিল। সাতক্ষীরার মানুষ সবসময় আমাদের পাশে থেকেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস যোগায়।
সাবিনা জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়ে বলেন, আমাদের সাতক্ষীরা জেলাতে ভালো কোন মাঠ নেই। ভালো মানের স্টেডিয়াম, সুইমিং পুল ও ক্রিড়া কমপ্লেক্সে হওয়ার কথা ছিল সেটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে আমরা দেশের হয়ে আরো ভালো কিছু করতে পারবো।
সভাপতির বক্তব্যে সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। সংবর্ধনা শেষে জেলা প্রশাসক প্রতি ফুটবলারদের ১ লক্ষ টাকা পুরষ্কার দেন।