ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহির মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 October, 2024, 7:36 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 9 October, 2024, 7:38 PM

সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহির মামলা

সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহির মামলা

লালমনিরহাটের আলোচিত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির ‍বিরুদ্ধে খুলনা মহানগর হাকিম মো. আল আমিনের আদালতে মামলা হয়েছে। মামলায় রাষ্ট্রদ্রোহিতা ও প্রধান উপদেষ্টাকে হেয় প্রতিপন্ন করে ১ হাজার কোটি টাকার সম্মান ক্ষন্ন করার অভিযোগে আনা হয়েছে। 

বুধবার ৯ অক্টোবর দুপুরে নগরীর বয়রা ক্রস রোডের বাসিন্দা মোল্লা শওকত হোসেন বাবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান জানান, আদালত বাদীর আরজি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

মামলার আরজিতে বলা হয়, তিনি গত ৬ অক্টোবর দেখেন যে, ম্যাজিস্ট্রেট উর্মি ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ‘রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে।’ রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতোই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার। আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এতো অল্প সময়ে দিনের আলোর মতো পরিস্কার করে দিয়েছেন।”

ম্যাজিস্ট্রেট উর্মি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী, রাজাকার বলেছেন। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে ওই মন্তব্য ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এছাড়া আপত্তিকর মন্তব্য করে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তার ১ হাজার কোটি টাকা সম্মান ক্ষুন্ন করেছেন।

মামলার বাদী মোল্লা শওকত হোসেন বাবুল জাতীয় পার্টির রওশন এরশাদ গ্রুপের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে তিনি বলেন, আমি জাতীয় পার্টির নেতা হিসেবে মামলা করিনি। মানবাধিকার কর্মী ও একজন সাধারণ নাগরিক হিসেবে মামলা করেছি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status