ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
লাল শিমার শাড়িতে স্বপ্নসুন্দরী শুভশ্রী, মুম্বইয়ে রেড কার্পেটে কাড়লেন লাইমলাইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2024, 11:54 AM

লাল শিমার শাড়িতে স্বপ্নসুন্দরী শুভশ্রী, মুম্বইয়ে রেড কার্পেটে কাড়লেন লাইমলাইট

লাল শিমার শাড়িতে স্বপ্নসুন্দরী শুভশ্রী, মুম্বইয়ে রেড কার্পেটে কাড়লেন লাইমলাইট

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ইভেন্টে অংশ নিতে মুম্বই পাড়ি দেন শুভশ্রী। সেখানে তাঁকে লাল রঙের একটি শিমারি শাড়িতে দেখা যায়। তাঁর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আপনি কি শুভশ্রীর সেই লুকটি দেখেছেন? এই প্রবন্ধে তাঁর লুকের ঝলক রইল, মিস করবেন না যেন!



শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনুরাগীরা তাঁর সৌন্দর্য দেখে মুগ্ধ হন। অভিনেত্রীর অভিনয় দক্ষতাও সকলের নজর কাড়ে। তবে তাঁর স্টাইল স্টেটমেন্টও যে অপূর্ব, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বং ডিভার যে কোনও লুক রীতিমতো ভাইরাল হয় নেটপাড়ায়।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোয়ের লাল গালিচায় নজর কেড়েছেন অভিনেত্রী। লাল রঙের শিয়ার শাড়িতে চমৎকার একটি লুকে ধরা দিয়েছেন তিনি। আপনি কি শুভশ্রীর সেই লুকটা দেখেছেন? এই প্রবন্ধে রইল ঝলক, সঙ্গে আলোচনা করা হল ফ্যাশন টিপসও। মিস করবেন না। 


মুম্বইয়ের একটি বিশেষ অ্যাওয়ার্ড ইভেন্টে যোগ দেন শুভশ্রী। তিনি রেড কার্পেটে পৌঁছানো মাত্রই পাপারাৎজিরা তাঁর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেই সময়ে সবাই প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। অভিনেত্রীর স্টাইলিং স্টেটমেন্ট ছিল অসাধারণ, তাঁকে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। লাল শিয়ার শাড়িতে বং ডিভা অনুষ্ঠানে পৌঁছাতেই লাইমলাইট কেড়ে নেন এদিন।



অ্যাওয়ার্ড ইভেন্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আঞ্চলিক ভাষার ছবিতে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা হয়। স্টেজে উঠে পুরস্কার হাতে নিয়ে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর টিমকে এবং তাঁর পরিবারকে ধন্যবাদ জানান তিনি। সেই সময়ে অভিনেত্রীর গ্ল্যামার দেখে চোখে ধাঁধা লেগে গিয়েছিল অনেকের। আ এটা ছিল টলিপাড়ার জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত।



ইভেন্টের জন্য একটি চেরি রেড রঙের শাড়ি বেছে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কলকাতার জনপ্রিয় ক্লোদিং ব্র্যান্ড ‘এথনিক বুটিক’-এর বিশেষ কালেকশন থেকে শাড়িটি পছন্দ করেছিলেন অভিনেত্রী। শিয়ার ফ্যাব্রিকের এই শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছিল। এদিকে শাড়ির সিকুইনড ওয়ার্ক নজর কেড়েছিল প্রত্যেকের।

শাড়ির পাড়ের ডিটেলিংও ছিল দেখার মতো। আর শিয়ার ফ্যাব্রিকের এই শাড়িটি ট্র্যাডিশনাল প্যাটার্নে ড্রেপিং করেছিলেন অভিনেত্রী, যা তাঁর ফিগারকে কমপ্লিমেন্টও দিয়েছিল। ‘ফিট অ্যান্ড বোল্ড’ শুভশ্রীকে দেখে সেদিন মুগ্ধ হন সবাই।

​শুভশ্রী এই শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন, যেটি তাঁর এথনিক লুকেও এক আধুনিক ছোঁয়া অটুট রেখেছিল। বোল্ড ব্লাউজে সেমি সুইটহার্ট নেকলাইন ছিল, এদিকে এটির স্ট্র্যাপি স্লিভ ডিটেলিংও ছিল নজরকাড়া।

ব্লাউজের উপরে মনোক্রম্যাটিক সিকুইন ওয়ার্ক করা হয়েছিল। এটি তাঁর লুকে দিয়েছিল এক ব্লিং এফেক্ট। এমন সুন্দর ব্লাউজে বেশ দেখাচ্ছিল অভিনেত্রীকে।


সুন্দরীর লুকটি স্টাইল করেছিলেন তনুমিতা ঘোষ এবং সিজা। তাঁর মেকআপ করেছিলেন শায়লি নায়েক। গ্ল্যাম মেকআপ এবং চমৎকার হেয়ারস্টাইলে মুম্বইয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। শিল্পীদের ছোঁয়ায় শুভশ্রীর লুকটি হয়ে উঠেছিল নজরকাড়া।

সাজ সম্পূর্ণ করতে মানানসই জুয়েলারিও পরেছিলেন শুভশ্রী। তাঁর কানের স্টেটমেন্ট ইয়াররিংস এবং হাতের চুড়ি শাড়ির সঙ্গে বেশ মানিয়েছিল।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status