ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ক্ষতিপূরণ না দিয়েই রাস্তা প্রশস্ত করছে ডিএনসিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2024, 3:09 PM

ক্ষতিপূরণ না দিয়েই রাস্তা প্রশস্ত করছে ডিএনসিসি

ক্ষতিপূরণ না দিয়েই রাস্তা প্রশস্ত করছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাঈদনগর এলাকায় ১২ ফুটের এই রাস্তা ২০ ফুট করতে চাইছে কর্তৃপক্ষ। রাস্তা বড় করতে ব্যক্তি মালিকানার জমি নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু যাদের জমি নিয়ে রাস্তা প্রশস্ত করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে না কোনো ক্ষতিপূরণ। এমন ঘটনা ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ডে সাঈদনগর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, জমি দিতে রাজি না হওয়ায় হুমকি দিচ্ছেন কাউন্সিলর। আর মেয়র বলছেন, জনগণের সুবিধার জন্যই রাস্তা প্রশস্ত করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাঈদনগর এলাকা। ১২ ফুটের রাস্তা ২০ ফুট করতে চাইছে কর্তৃপক্ষ। তবে জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
সিএস, আরএস ম্যাপে এখানে কোনো রাস্তা না থাকলেও সিটি জরিপে ১২ ফুট রাস্তার কথা বলা হয়েছে। স্থানীয়রা জানান, ২০ বছর ধরে ব্যক্তিগত জায়গা ছেড়েই তৈরি হয়েছে রাস্তা। তাদের অভিযোগ, ‘রাস্তা বড় করতে প্রয়োজন হলে আমাদের জমি আমরা দেব, কিন্তু সেটা প্রসেসিংয়ের মাধ্যমে অধিগ্রহণ করতে হবে। তবে রাস্তা বড় করতে জমি ছাড়ার জন্য হুমকি দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর।’

এদিকে হুমকির অভিযোগ অস্বীকার করে ডিএনসিসির ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী বলছেন, মাত্র কয়েকজনের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন। তিনি কোনো হুমকি দেননি কাউকে। উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলছেন, ২০-৩০ ফুট রাস্তার জন্য জমি কেনা সম্ভব নয়। জনগণের সুবিধার জন্যই অন্তত ২০ ফুট রাস্তা তৈরিতে সবার সহযোগিতা চান মেয়র। ২ কোটি ৬২ লাখ টাকায় এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় গত বছরের নভেম্বরে। ৩০ মে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status