ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
তাড়াশে বোরো ধান কাটা শুরু তাপদাহে মিলছে না কৃষি শ্রমিক
সাব্বির মির্জা,তাড়াশ
প্রকাশ: Thursday, 25 April, 2024, 3:29 PM

তাড়াশে বোরো ধান কাটা শুরু তাপদাহে মিলছে না কৃষি শ্রমিক

তাড়াশে বোরো ধান কাটা শুরু তাপদাহে মিলছে না কৃষি শ্রমিক

সিরাজগঞ্জের তাড়াশে  ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধান কাটার শুরুতেই বৈশাখের প্রচন্ড তাপদাহের কারণে মিলছে না কৃষি শ্রমিক। অপর দিকে হাটে-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক।

চলতি বছর তাড়াশ উপজেলায় ২২ হাজার ৫শ’ ২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার  (২৫ এপ্রিল) পর্যন্ত ওই উপজেলায় ১৫শ’ ৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটার শুরুতেই প্রচন্ড তাপদাহের কারণে কৃষি শ্রমিকের দেখা মিলছে না। কিছু কিছু এলাকায় দ্বিগুণ মজুরী দিয়ে শ্রমিক সংগ্রহ করে ধান কাটতে দেখা গেছে।

এক্ষেত্রে প্রতি বিঘা জমির ধান কাটতে কৃষি শ্রমিককে দিতে হচ্ছে ১ হাজার থেকে ১৫শ’ টাকা। অপরদিকে হার্ভেস্টার দিয়ে ধান কাটতে প্রতি বিঘায় খরচ হচ্ছে ২ হাজার থেকে ২২শ’ টাকা। কৃষি শ্রমিক দিয়ে ধান কাটতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষককে। অপরদিকে হার্ভেস্টার দিয়ে জমির ধান দ্রুত সময়ে ঘরে তুলছেন কৃষকেরা। অর্থ ব্যয় হচ্ছে কম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলায় মোট ২২ হাজার ৫ ০২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান লাগানো হয়েছে। ইতিমধ্যেই হাটে-বাজারে নতুন ধান বেচা-বিক্রি শুরু হয়েছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক। আজ বৃহস্পতিবার  (২৫ এপ্রিল) উপজেলার বিনসাড়া, বারুহাঁস, গুল্টা, রানীরহাটসহ বিভিন্ন  হাটে নতুন ধানের আমদানী বেশি লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন  বলেন, ধান কাটার শুরুতেই প্রচন্ড তাপদাহের কারনে শ্রমিক পাওয়া যাচ্ছে না। দুই-এক জায়গায় শ্রমিক পাওয়া গেলেও মজুরী দিতে হচ্ছে ২ গুন বেশি। তাই কৃষকেরা হার্ভেস্টার দিয়ে ঝড়-বৃষ্টির আশংকায় তড়িঘড়ি করে মাঠের ধান ঘরে তুলছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status