ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
এসির টন মানে কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 April, 2024, 10:22 AM

এসির টন মানে কী?

এসির টন মানে কী?

হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কবার্তা) বাড়ছে ক্রমাগত। বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। তীব্র দাবদাহে দেশের কয়েকটি অঞ্চলে মানুষের জীবন বিপর্যস্ত প্রায়। গরমে নাভিশ্বাস অবস্থা থেকে উত্তরণে স্বস্তি পেতে অনেকেই আশ্রয় খুঁজছেন এসি বা শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের।

যদিও এসি কেনা নিয়ে ক্রেতাদের মনে নানা চিন্তাভাবনার জন্ম হয়। এ সময়ে চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায়- কত টনের এসিতে সমস্যা মিটবে। পাওয়া যাবে সঠিক সুবিধা। এক্ষেত্রে জানা প্রয়োজন এসি-তে টন শব্দের মানে কী? কেউ কেউ তো এটিকে ওজনের সঙ্গে গুলিয়ে ফেলেন।

টন হলো মূলত একটি ইউনিট, যা ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এয়ার কন্ডিশনারটির শীতলতার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। অন্যভাবে বলতে গেলে- প্রতি ঘণ্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয়, যা সাধারণত BTU/hr হিসাবে প্রকাশ করা হয়। এয়ার কন্ডিশনারগুলোর জন্য BTU পরিসীমা ৫০০০ থেকে ২৪০০০ BTU এবং ১২০০০ BTU ১ টন-এর সমান হয়।

BTU হল মান পরিমাপের একক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ অনুযায়ী আপনার ঘরের প্রতি বর্গফুটের জন্য ২০ BTU/ঘণ্টা প্রয়োজন । অর্থাৎ, ধরে নেয়া যায় যে BTU/ঘণ্টার মান যত বেশি হবে, আপনার এসি তত শক্তিশালী হবে।

এর মানে যত দামি এসি, তত বেশি ঠান্ডা হবে এমনটা নয়। এসি ক্রয়ের ক্ষেত্রে সবার আগে ঘরের আকার বিবেচনা করতে হবে। এতে এসি কিনে বিদ্যুতের বিল কম আসবে। এ ছাড়াও বিবেচনায় নিতে হবে এসির ব্র্যান্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status