ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 April, 2024, 7:53 PM

দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবার (২১ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর পুত্র ইঞ্জিঃ মোঃ মখদুম মাছুম মাশরাফি যুক্তি, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক মো: রাজু আহমেদ মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  হাসনাৎ জামান চৌধুরী জজ, ২ নং শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মদন মোহন রায় ও উপজেলা বিএনপির আহবায়ক রহিমুল ইসলাম বুলবুল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান  পদে  উপজেলা যুবলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু, সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর রায় মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রাজু, নজরুল ইসলাম ও আব্দুর রহিম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লৎফুন নাহার লাকি, সেলিনা আক্তার এবং জামিলা বেগম।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চত করে উপজেলা নির্বাচন অফিসার শাহ মোঃ আহসান হাবিব জানান, আগামী ২১ মে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ভোটার ১৯৮৯৮৮ জন, পু্রুষ ভোটার ১০০৪৫৫ জন, মহিলা ভোটার ৯৮৫৩১ জন এবং হিজরা ২ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status