৪ ‘বুড়ো’ সতীর্থকে সৌদিতে আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো
নতুন সময় ডেস্ক
|
![]() ৪ ‘বুড়ো’ সতীর্থকে সৌদিতে আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো নতুন ক্লাবে অভিষেক হয়ে গেছে তার। দুই ম্যাচ খেলে ইনজুরিতেও পড়েছেন তিনি। এর মধ্যে সংবাদ মাধ্যম দিয়েছে নতুন খবর। ডেইলি মেইল জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের চার ‘বুড়ো’ সতীর্থকে সৌদি প্রো লিগের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন সিআরসেভেন। তারা হলেন- রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ রাফায়েল ভারানে এবং কাসেমিরো। একজন তার জাতীয় দলের সতীর্থ ও সাবেক ম্যানইউ সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। অন্যজন হলেন রেড ডেভিলসদের ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরা। রোনালদো তাদের সরাসরি সৌদি লিগের খেলার দেখার দাওয়াত দেননি। বরং তিনি ছুটিতে ঘুরতে আসার দাওয়াত দিয়েছেন। যদি সূচিতে মিলে যায় তাহলে- সৌদি লিগের ম্যাচ দেখার পাশাপাশি বন্ধু হিসেবে তার ম্যাচও দেখার আমন্ত্রণ জানিয়েছেন। একটু ঘুরিয়ে বললে, সৌদি লিগের ম্যাচ দেখে নিকট ভবিষ্যতে সৌদি প্রো লিগে বা সৌদি ক্লাব আল নাসরে চুক্তি করা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন তিনি। কোন ছুটির দিনে ম্যানচেস্টারের ওই চার অভিজ্ঞ ফুটবলারকে একত্রিত হওয়ার দাওয়াত দিয়েছেন রোনালদো। জানিয়েছেন, সৌদিতে আসা সম্ভব না হলে তারা পর্তুগালেও আসতে পারেন। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের মধ্যে পর্তুগিজ যুবরাজ খ্যাত রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানইউ। পিয়ার্স মরগানের সঙ্গে ম্যানইউ-এর সংস্কৃতি, দলটির কোচ ও তাকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |