ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
মুখে কি হঠাৎ এই লক্ষণ দেখছেন? Oral ক্যানসার নয় তো? অবহেলা না-করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 January, 2023, 5:49 PM

মুখে কি হঠাৎ এই লক্ষণ দেখছেন? Oral ক্যানসার নয় তো? অবহেলা না-করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন!

মুখে কি হঠাৎ এই লক্ষণ দেখছেন? Oral ক্যানসার নয় তো? অবহেলা না-করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন!

অনেক সময়ই মুখে হামেশাই ঘা হতে দেখা যায়। আর এর পিছনে কিন্তু একাধিক কারণ থাকতে পারেন। যার মধ্যে অন্যতম হতে পারে ফুড সেনসেটিভিটি, পুষ্টিতে ঘাটতি, অ্যালার্জি সংক্রমণ ইত্যাদি। আসলে কিছু ব্যাকটেরিয়ার কারণেই মুখের ভিতরে এই অ্যালার্জির সংক্রমণ হতে পারে।

 যদি এই সব উপসর্গ একটানা থাকতে শুরু করে কিংবা উপসর্গগুলি যদি প্রশমিত না-হয়, তা-হলে কিন্তু সাবধান হতে হবে। কিন্তু কেন। আসলে উপসর্গ প্রশমিত না-হলে বুঝতে হবে বিপদের চোখরাঙানি রয়েছে। কারণ বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের সমস্যা দেখা দিলে তা প্রাণঘাতীও হতে পারে। আসলে এই ধরনের উপসর্গগুলি মূলত দেখা যায় ওরাল ক্যানসার বা মুখের ক্যানসার হলে।

 তবে একটা কথা বলে দেওয়া ভাল যে, ক্যানসারের কথা শুনলেই মনে আতঙ্ক ঘিরে ধরে। কিন্তু এর জন্য ভয় পাওয়ার কোনও কারণ নেই। উপসর্গ দেখা দিলে তা ফেলে না-রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করাতে হবে। তিনি রোগ নির্ণয় করে জরুরি পদক্ষেপ করবেন। আর রোগীকেও কিছু কিছু অভ্যেস ত্যাগ করতে হবে। তা-হলে দেখে নেওয়া যাক, এই বিষয়ে।


ওরাল ক্যানসার কী?

মাউথ ক্যানসার বা ওরাল ক্যানসার হল মুখের মধ্যে হওয়া ক্যানসার। বিষয়টা তাহলে সহজ ভাবে বুঝিয়েই বলা যাক। ঠোঁট অথবা মুখে থাকা কোষগুলি যখন মিউটেট করে কিংবা তা অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকে, সেই অবস্থাকেই ওরাল ক্যানসার বলা হয়। ঠোঁটের উপর কিংবা ভিতর এবং মুখের ভিতরের চামড়ার পাতলা আস্তরণের উপর থাকা পাতলা কোষগুলিতেই ক্যানসার হতে থাকে। এগুলোকেই মূলত স্কোয়েমাস সেল বলা হয়। আর এই কোষগুলির ডিএনএ-তে স্বল্প পরিবর্তনের কারণেই কোষগুলি অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করে।

 মুখের কোন কোন অংশে এই ক্যানসার ছড়িয়ে পড়তে পারে? ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এর মতে, ওরাল ক্যানসার থেকে হওয়া টিউমার বাড়তে থাকে জিহ্বা বা জিভের পৃষ্ঠতলের উপরে। এ-ছাড়া মুখ, ঠোঁট এবং মাড়ির পৃষ্ঠতলের উপরে ক্যানসার থেকে হওয়া টিউমার বাড়তে পারে। শুধু তা-ই নয়, স্যালাইভারি গ্ল্যান্ড, টনসিল এবং স্বরযন্ত্র (যা মুখ এবং শ্বাসনালীর মধ্যবর্তী গলার অংশে অবস্থিত)-এও এই টিউমার বাড়তে পারে। তবে বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ক্যানসার তেমন প্রচলিত নয়।


মুখের ক্যানসারের কোন কোন উপসর্গ দেখে সতর্ক হতে হবে?

যে কোনও রোগের ক্ষেত্রেই উপসর্গ দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। আর ওরাল ক্যানসার বা মুখের ক্যানসারও তার ব্যতিক্রম নয়। আর ওরাল ক্যানসারের এমন কিছু উপসর্গ রয়েছে, যা দেখে সতর্ক হওয়া উচিত। দেখে নেওয়া যাক, সেই সব লক্ষণগুলি।


যন্ত্রণাদায়ক ঘা বা আলসার, যা কয়েক সপ্তাহ পরেও সারে না। মুখ এবং ঘাড়ে ক্রমাগত থাকা লাম্প বা মাংসপিণ্ড। দাঁত আলগা হয়ে আসা, যা বহু দিন পরেও সারে না।ঠোঁট এবং জিভের উপর হওয়া অস্বস্তি এবং অনবরত একটা অবশ ভাব থাকে।


 মুখ এবং জিভের উপরে সাদা অথবা লাল ছোপ, যা খুবই বিরল।কথাবার্তা বলার ক্ষেত্রে সমস্যা বা কথা স্পষ্ট ভাবে বলার ক্ষেত্রে সমস্যা।


 কখন এবং কেন ডাক্তারের কাছে যাওয়া উচিত? মাউথ অথবা ওরাল ক্যানসারের উপসর্গগুলি অনেক সময়ই গুলিয়ে যায়। আসলে দাঁতে ব্যথা অথবা মুখের ঘায়ের মতো কম জটিল বা কম গুরুতর কিংবা বিনাইন অবস্থার সঙ্গেই এই মুখের ক্যানসারের লক্ষণ গুলিয়ে যেতে পারে। তাই কোনটা কীসের উপসর্গ, তা সঠিক ভাবে নির্ণয় করার জন্য সবার আগে ডাক্তারের কাছে যেতে হবে। সেখানে গিয়ে নিজের উপসর্গের বিষয়ে খোলাখুলি কথা বলতে হবে। কারণ যত তাড়াতাড়ি উপসর্গ দেখে রোগ নির্ণয় করা যাবে, রোগ মুক্তির সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষজ্ঞদের দাবি, সময় মতো রোগ নির্ণয় করা গেলে রোগীর বাঁচার সম্ভাবনা ৫০ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশ হয়ে যায়।


ঝুঁকি কমানোর জন্য কিংবা রোগ প্রতিরোধ করার জন্য করণীয় পদক্ষেপ
মুখের ক্যানসার বা ওরাল ক্যানসার প্রতিরোধ করার জন্য কিংবা এই রোগের ঝুঁকি কমানোর জন্য প্রথম থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। তার জন্য কী কী করণীয়, সেই পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।


তামাকজাত দ্রব্য সেবন বর্জন করতে হবে। অর্থাৎ ধূমপান এবং তামাকজাত দ্রব্য চিবিয়ে খাওয়ার অভ্যেস পুরোপুরি ত্যাগ করা উচিত।
লাগাম টানতে হবে অ্যালকোহল সেবনেও। অর্থাৎ মদ্যপানের অভ্যেসও নিয়ন্ত্রণে আনা বাঞ্ছনীয়। রুটিন মেনে দাঁত পরীক্ষা করানোর জন্য ডেন্টিস্টের কাছে যেতে হবে।


Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status