ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
ভিসার সকল তথ্য দেবে 'ভিসা প্রসেসিং সেন্টার ডটকম'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 27 January, 2023, 11:21 AM
সর্বশেষ আপডেট: Friday, 27 January, 2023, 11:26 AM

ভিসার সকল তথ্য দেবে 'ভিসা প্রসেসিং সেন্টার ডটকম'

ভিসার সকল তথ্য দেবে 'ভিসা প্রসেসিং সেন্টার ডটকম'

বাংলাদেশি পাসপোর্টে ৪১টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়, এই দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা এবং ক‍্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত। উন্নত কোনো দেশের ভিসা পাওয়াটা বেশ কঠিন। পোহাতে হয় ঝক্কি ঝামেলা। তাছাড়া কোন দেশের ভিসা কীভাবে পাওয়া যাবে এ সংক্রান্ত তথ‍্যও পাওয়া যায় না বেশি। বাংলাদেশি নাগরিকদের এই বিড়ম্বনা এড়াতে চালু হয়েছে নতুন একটি ওয়েবসাইট।

ভিসা প্রসেসিং সেন্টার ডটকম (visaprocessingcenter.comওয়েবসাইটটিতে বাংলাদেশিদের ভ্রমণের ভিসা সংক্রান্ত সব ধরনের তথ‍্যই পাওয়া যাবে। একই সঙ্গে বিশ্বের যেসব দেশ বর্তমানে ই-ভিসা ইস‍্যু করছে সেসব দেশে আবেদনও করা যাবে এই ওয়েবসাইটটির মাধ‍্যমে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‍্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং শেনজেন দেশগুলোতে ভিসা পাওয়ার পরামর্শও পাওয়া যাবে। সোমবার ওয়েবসাইটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

ওয়েবসাইটটির সহ-প্রতিষ্ঠাতা আল-মামুন হৃদয় বলেন, আমি নিজে একজন নিয়মিত ভ্রমণকারী। ভ্রমণের প্রয়োজনে ভিসা সংক্রান্ত তথ‍্য খুঁজতে গিয়ে দেখেছি সঠিক তথ‍্য খুবই কম। এই প্রয়োজনীয়তা থেকেই একটি তথ‍্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরির উদ‍্যোগ নিয়েছি। ভ্রমণকে সহজ এবং ভিসা প্রসেসিং দ্রুততর করার জন‍্য বিভিন্ন দেশ ই-ভিসা চালু করলেও আমাদের দেশ থেকে নানান সীমাবদ্ধতায় সরাসরি ই-ভিসার জন্য আবেদন করা যায় না। তবে আমাদের ওয়েবসাইট থেকেই এখন থেকে সরাসরি বিভিন্ন দেশের ই-ভিসার জন‍্য আবেদন করা যাবে।

ই-ভিসা আবেদন অনেক দেশে এয়ার টিকিট বুকিং কিংবা হোটেল বুকিংয়ের বাধ‍্যবাধকতা পাশাপাশি কোথাও ইন্সুরেন্সের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ থেকে ইন্সুরেন্স অনলাইনে তাৎক্ষনাৎ কেনার কোনো সুযোগ নেই। ভিসা কনফার্ম না হওয়া পর্যন্ত ফ্লাইটের টিকিট কেনাটাও ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে হৃদয় বলেন, অনেক দেশের ওয়েবসাইটে কেবল বিদেশি মুদ্রায় ফি প্রদান করতে হয়, বেশিরভাগ মানুষই সেটা নিয়ে বেশ ঝামেলায় পড়েন। এসব প্রয়োজনের কথা মাথায় রেখেই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। ইন্সুরেন্স, এয়ার টিকিট ইত‍্যাদির বাধ‍্যবাধকতা ভিসা প্রসেসিং সেন্টার ডটকমে থাকছে না। আবেদনের পর প্রতিষ্ঠানটিই গ্রাহকের হয়ে এই রিকোয়ারমেন্টগুলোর ব‍্যবস্থা করে দেওয়া হচ্ছে।

ওয়েবসাইটটিতে ভ্রমণকারীদের ভিসা সংক্রান্ত সব ধরনের তথ‍্য যেমন রয়েছে, একই সঙ্গে সরাসরি ইন্টার‍্যাকটিভ ওয়েব অ‍্যাপ্লিকেশনের মাধ‍্যমে ই-ভিসা আবেদন করার সুযোগও রয়েছে। ভিসা প্রসেসিং সেন্টার সাইট থেকে ই-ভিসা আবেদন করার জন‍্য খুব কম ডকুমেন্টের প্রয়োজন হবে।

এছাড়া ভ্রমণ ভিসা সংক্রান্ত সব ধরনের তথ‍্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status