ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
প্রেমিকার বয়স ২৩, তবে দেখতে যেন ৮ বছরের শিশু! কী ভাবে সম্ভব, রহস্য ফাঁস প্রেমিকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 January, 2023, 11:48 AM

প্রেমিকার বয়স ২৩, তবে দেখতে যেন ৮ বছরের শিশু! কী ভাবে সম্ভব, রহস্য ফাঁস প্রেমিকের

প্রেমিকার বয়স ২৩, তবে দেখতে যেন ৮ বছরের শিশু! কী ভাবে সম্ভব, রহস্য ফাঁস প্রেমিকের

প্রেমে পড়ে বিপাকে পড়েছেন ড্যান। প্রেমিকাকে দেখতে শিশুর মতো। সেই নিয়ে শুনতে হয় কটাক্ষ। সমাজমাধ্যমে দিলেন নিন্দকদের কড়া জবাব।
সম্প্রতি ড্যান প্রেমিকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রামে ভাগ করেছিলেন।

বছর ছাব্বিশের ড্যান সুইগার্টের হয়েছে বড় জ্বালা। তিনি ২৩ বছর বয়সি এক যুবতীর প্রেমে পড়েছেন। প্রেমে পড়া তো ভাল কথা, এতে আবার কিসের বিড়ম্বনা? আসলে ড্যানের প্রেমিকাকে দেখতে ৮ বছরের শিশুর মতো। আর তাতেই হয়েছে সমস্যা। তাঁর প্রেমিকার নাম সওনা রে। ছোটবেলাতেই তাঁর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে, এই কারণেই তাঁর দৈর্ঘ্য আর বাড়েনি। ওজন মাত্র ২২ কেজি। উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি।

সম্প্রতি ড্যান প্রেমিকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রামে ভাগ করেছিলেন। এত কমবয়সি মেয়ের সঙ্গে কেন সম্পর্কে জড়িয়েছেন, সেই নিয়ে নানা মন্তব্য আসে তাঁর সমাজমাধ্যমের পাতায়। কেউ বলেন, “মেয়ে না প্রেমিকা, বোঝা যাচ্ছে না!’’ কটাক্ষের কড়া জবাব দিয়ে ড্যান বলেন, ‘‘সওনার বয়স ২৩ বছর, ওর শারীরিক সমস্যা আছে, তাই ওর বৃদ্ধি হয়নি। আমরা একে অপরের সঙ্গে সম্পর্কে আছি, সুখে আছি।’’

এই মন্তব্যের পর আবার সওনাকে নিয়ে ঠাট্টা-তামাশা শুরু হয়। কেউ বলেন, ‘‘ওর কি ঋতুস্রাব শুরু হয়েছে?’’ কেউ আবার পরে পোস্ট করা ভিডিয়োয় সওনার শিশুসুলভ আচরণ দেখেও মজা করতে শুরু করেন। জবাবে ড্যান বলেন, ‘‘সওনাও মানুষ। ওরও সম্পর্কে থাকার অধিকার আছে। ঠাট্টা-তামাশা বন্ধ করুন। আমাদের সম্পর্কটাকে হেয় করবেন না।’’

একটা ভিডিয়ো ভাগ করে সওনা নিন্দকদের বলেন, ‘‘আমায় দেখে বোঝা না গেলেও আমার সঙ্গে কথা বললে ঠিক বুঝতে পারবেন আমার আসল বয়স। আমার চেহারা দেখেই সবটা দয়া করে বিচার করবেন না।’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status