নতুন সময় ডেস্ক
|
![]() অবিক্রিত ৫ কোটি স্মার্টফোন, এবার কি স্যামসাং এর দিন শেষ? বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে স্যামসাংয়ের বিভিন্ন ডিভাইসের চাহিদা নাকি একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। আর সেই জন্যেই স্যামসাংয়ের ইনভেন্টরিতে জমা হয়েছে এই বিপুল পরিমাণ ডিভাইস। তবে কি এবার স্যামসাং এর দিন শেষ। আরও পড়ুন: প্রতারণার অভিযোগে স্যামসাংকে ৯০ কোটি টাকা জরিমানা দা ইলেক-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে যে, এই সমস্ত জমে থাকা ডিভাইসের মধ্যে বেশিরভাগই স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের স্মার্টফোন । বিশেষজ্ঞদের একাংশের মতে এই বিপুল সংখ্যক স্যামসাং ডিভাইস জমে থাকার আরও একটি অন্যতম কারণ হল ফোনের দাম বেশি হওয়া ও চিনে করোনার কারণে শুরু হওয়া লকডাউন। এছাড়াও ফোন নির্মাণের কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়া এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও অনেকভাবে প্রভাব ফেলেছে। আর তাঁর জেরেই বিপুল পরিমাণ স্যামসাং ডিভাইস যার বেশিরভাগই আবার স্মার্টফোন বলে মনে করা হচ্ছে, সেগুলো এখনও জমে রয়েছে। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য গত মে মাসে স্যামসাং সংস্থা তাঁদের বিভিন্ন সরবরাহকারীদের থেকে উপকরণ কিনবে না বলে জানিয়েছিল। অনুমান, ডিভাইসের কম চাহিদার কারণেই এই পদক্ষেপ নিয়েছিল স্যামসাং কর্তৃপক্ষ। |