ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
‘জানোয়ার’ এর চেয়ে ভয়ংকর রাফীর ‘ফ্রাইডে’!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 March, 2023, 2:23 PM

‘জানোয়ার’ এর চেয়ে ভয়ংকর রাফীর ‘ফ্রাইডে’!

‘জানোয়ার’ এর চেয়ে ভয়ংকর রাফীর ‘ফ্রাইডে’!

‘জানোয়ার’ ও ‘পরাণ’ এর পর সত্য ঘটনা অবলম্বনে এই সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নিয়ে আসছেন নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। সোমবার সন্ধ্যায় এলো এর ট্রেলার! যা দেখে দর্শক বলছেন, নির্মমতায় যা ‘জানোয়ার’কেও ছাড়িয়ে গেছে!

মাত্র আড়াই মিনিটের ট্রেলারেই যে নির্মাতা রাফী দেখিয়েছেন, তা দেখেই ‘ফ্রাইডে’কে ‘ভয়ংকর’ তকমা দিচ্ছেন নেটিজেনরা। ট্রেলার রিলিজের এক ঘণ্টার মধ্যেই এটি এখন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ফ্রাইডে’ ঝড় চলছে!

ট্রেলার রিলিজের সাথে নির্মাতা সতর্ক করেছেন, ‘ফিল্মটি সবার জন্য নয়!’ বলে। তাহলে কারা দেখবেন ‘ফ্রাইডে’? নির্মাতা লিখেছেন,“পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক- সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে ‘ফ্রাইডে’ দেখার জন্য আমন্ত্রণ আপনাকে।”

ওটিটি প্লাটফর্ম বিনজে’র জন্য নির্মিত এই ওয়েব ফিল্মটি দেখা যাবে আগামি ১ মার্চ। ট্রেলার দেখে বোঝা গেছে, এই ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তিনি আরও আগেই এই ফিল্মটি নিয়ে দর্শককে সতর্ক করেছেন।

মোশন পোস্টার রিলিজের সময় চ্যানেল আই অনলাইনকে এই অভিনেত্রী জানিয়েছিলেন,‘দুর্বল চিত্তের মানুষদের জন্য এই কনটেন্ট না। যারা দেখবে তারা যেন পরিবারের সঙ্গে বসে না দেখে, একা দেখা উচিত। কারণ এটি যে ধরনের গল্প, এতে চরম নৃশংস দৃশ্য আছে। যে কেউ এই দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারবে না। তাই প্রস্তুতি নিয়ে দেখা উচিত।’

গেল নভেম্বরে শুটিং হয়েছে ‘ফ্রাইডে’র। কাজটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘জানোয়ার-এর পর আরও একটি মর্মান্তিক সত্য ঘটনা নিয়ে বানানো এটি। কোনো কারণে হয়তো ঘটনাটি বাংলাদেশে ঘটে যাওয়ার পর আড়ালে পড়ে গেছে। জানার পর আমিও কিছুসময় স্তব্ধ ছিলাম। এই প্রথম বলছি, গল্পটি স্ক্রিনে দেখে সবাই সহ্য করতে পারবে না। কারণ এতে অনেক বেশী নির্মমতা আছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status