ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ মে ২০২৪ ১৯ বৈশাখ ১৪৩১
পঞ্চগড়ে দীর্ঘদিন পর ১ হাজার ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশ: Sunday, 12 September, 2021, 4:15 PM

পঞ্চগড়ে দীর্ঘদিন পর ১ হাজার ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা

পঞ্চগড়ে দীর্ঘদিন পর ১ হাজার ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা

মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ হতে বন্ধ করে দেওয়া হয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় ১৮ মাস পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল-কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের খুশির আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো। কিন্তু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কম দেখা গেছে।


জানা যায়, পঞ্চগড় জেলায় প্রাইমারী বিদ্যালয় ৬৬৪ টি, মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসা ৩৩৯ টি, স্কুল এন্ড কলেজ ২৪ টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯ টি, মোট ১ হাজার ৪৬ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতার কারনে করোনা শুরুর আগের মতো শিক্ষার্থীদের মাঝে নেই হৈ-হুল্লোর।


এদিকে, বিদ্যালয় গুলোর প্রধান ফটকে সারিবদ্ধ ভাবে নির্দিষ্ট দুরত্বে দাঁড়িয়ে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে বিদ্যালয়ে প্রবেশ করানো হচ্ছে।ব্যবহার করানো হচ্ছে তাদের হ্যান্ড স্যানিটাইজার এবং মুখে মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। পঞ্চগড় সরকারি বিপি স্কুলের দশম শ্রেনীর ছাত্র সা'দ জানান, বহু দিন পর বিদ্যালয়ে এসে অনেক ভাল লাগছে। তবে পড়া লেখায় অনেক পিছিয়ে গেছি।


দেওয়ান হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, স্বাস্থ্যবিধির সব নির্দেশনা মেনে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান দেওয়া হবে।  অন্যদের সপ্তাহে একদিন করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status