রথযাত্রায় ভক্ত বৃন্দের সঙ্গে নৃত্যের তালে তালে নাচলেন পুলিশ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() রথযাত্রায় ভক্ত বৃন্দের সঙ্গে নৃত্যের তালে তালে নাচলেন পুলিশ এ উল্টো রথযাত্রায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দিরের পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শতশত ভক্ত বৃন্দ উল্টো এ রথযাত্রায় শত:স্ফুর্থ ভাবে অংশ গ্রহণের মধ্য দিয়ে এক আনন্দ ঘণ পরিবেশর সৃষ্টি হয়। এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশ অনুষ্ঠানের আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। এ সময় থানা পুলিশের পক্ষ থেকে ডিউটিতে কর্মরত আলফাডাঙ্গা থানা পুলিশ কনস্টেবল অমূল্য বাবু ডিউটির পাশাপাশি উল্টো রথযাত্রায় নৃত্যের তালে তালে ভক্ত বৃন্দের সঙ্গে ধর্মীয় অনুভূতির অংশ হিসাবে তিনিও এ উল্টো রথযাত্রায় উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে পোশাক পরিহিত অবস্থায় তিনি ও নৃত্যের তালে তালে সকলের সঙ্গে অংশ গ্রহণ করেন। এ সময় সকলের মাঝে এক আনন্দ ঘণ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে নৃত্যের পাশাপাশি করতালির মাধ্যমে সকলকে উৎসাহ ও স্বাগত জানান। বিষয় টি কে কেন্দ্র করে কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দিরের এ উল্টো রথযাত্রায় পোশাক পরিহিত অবস্থায় ডিউটি তে কর্মরত পুলিশ কনস্টেবল অমূল্য বাবু'র নৃত্য পরিবেশন টি সকল মহলে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে শুধু আলফাডাঙ্গা উপজেলাতেই সীমাবদ্ধ নয় গোটা ফরিদপুর অঞ্চলে টপ অব দ্যা আলফাডাঙ্গায় পরিণত হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |