মিরপুর সাউথ এশিয়ান স্কলার স্কুল এন্ড কলেযে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিরপুর সাউথ এশিয়ান স্কলার স্কুল এন্ড কলেযে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে:- মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন। প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিক্স, ডেন্টাল, অর্থোপেডিক্স এর রোগীদের (এমবিবিএস) ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে করা হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে চিকিৎসাধীন রোগীদের বিনামূল্য ঔষধ বিতরণ করা হবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান । তিনি আরো বলেন বর্তমান (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান "জনাব তারেক রহমানের "নির্দেশে এই ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে। বিএনপি চাঁদাবাজদের স্থান দেবে না। যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এমতাবস্থায় সকল স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে সামাজিক কর্মকাণ্ডের সুষ্ঠু মনিটরিং এর জন্য সদয় আহবান জানান । ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যেও বেশিরভাগই বৃদ্ধ ও নারী । এমতাবস্থায় অস্থায়ী ফ্রি ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়াতে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় জনগণ। তারা বলেন এভাবে যদি ফ্রি ক্যাম্পেইন এর মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়। তাহলে দেশে অপমৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। অনুষ্ঠানের একাংশে স্থানীয় নেতাকর্মীরাও তাদের মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও বিস্তৃতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |