বিসিবিতে অভিযান নিয়ে যা জানালেন দুদক কর্মকর্তারা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিসিবিতে অভিযান নিয়ে যা জানালেন দুদক কর্মকর্তারা জানা গেছে, মূলত পুরোনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান চলছে। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। পাশাপাশি কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে বলে জানিয়েছে দুদক। আজ বিসিবিতে অভিযান পরিচালনায় ছিলেন দুদকের সহকারী পরিচালক, আলামিন, মাহমুদুল হাসান ও ইন্সপেক্টর সেলিম। সহকারী পরিচালক আলামিন বলেন, 'আমরা তিনটি অভিযোগ পেয়ে এসেছি। তদন্ত করে আরো ডিটেলস বলবো।’ তিনি আরও বলেন,'তৃতীয় থেকে অষ্টম আসরে বিপিএলে ১৫ কোটি টাকা আয়। তবে গত এক আসরে ১৩ কোটি। এখানে সন্দেহ হয়েছে। আগের আয়গুলা কোথায় গেল। মাহমুদুল হাসান বলেন, 'ক্লাবের ফি আগে বেশি ছিল। তৃতীয় বিভাগ ক্রিকেটে ৫ লাখ টাকা নেয়া হতো। এখন কমেছে আগে কেনো বেশি নিল সেটা জানব আমরা। এদিকে এর আগে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নামে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |