শ্রীপুরে উপজেলা বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
|
![]() শ্রীপুরে উপজেলা বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সোমবার বেলা ১০টার দিকে উপজেলা শহরের সরকারি হাইস্কুলের প্রধান ফটকের থেকে উপজেলা বিএনপির আয়োজনে ঘোড়ার গাড়ি ও গরুর গাড়িসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যে সাজে সজ্জিত হয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয়। উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট শাহেদ হাসান টগর। এ ছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জোয়ার্দার আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব মেহেদি হাসান মুকুল ও কে এম রোমানুর রহমান বিপ্লব, উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম সুজন, খন্দকার সাহেব আলী, মোকাদ্দেস বিশ্বাস, বাহারুল ইসলাম বাঁশি, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপি আয়োজিত শ্রীপুর হাইস্কুল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য বাহি লাঠি খেলা ও সাপুড়ে সাপের খেলা প্রদর্শন করে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |