ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
গাজীপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 15 April, 2025, 12:13 PM

গাজীপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

গাজীপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত হয়েছে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও আহ্বানে আয়োজিত এ শোভাযাত্রা গাজীপুরে ভিন্ন মাত্রা যোগ করেছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে নগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে গাজীপুর মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাওজোর ফ্লাইওভারের নিচে গীয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মহানগরের ৮টি থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাহারি রংয়ের পাঞ্জাবি, ফিতা, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে উৎসবের আবহ সৃষ্টি করলে, র‍্যালীটি হয়ে উঠে অন্যরকম এক আনন্দের আমেজঘন মূহুর্ত। নানা ধরনের স্লোগান ও সাংস্কৃতিক উপস্থাপনায় শোভাযাত্রাটি প্রাণবন্ত করে তোলেন অংশিজনরা।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, "বাংলার হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই আজকের এই শোভাযাত্রা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি গণমানুষের সাংস্কৃতিক আন্দোলনেরও প্রতীক।"

তিনি আরও বলেন, বর্তমান সরকার যেখানে বাংলা সংস্কৃতিকে দলীয়করণ ও বিকৃত করার চেষ্টা করছে, সেখানে বিএনপি জনগণের ঐতিহ্যকে রক্ষা করতে বদ্ধপরিকর।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন একটি উদ্দীপনাময় আয়োজন তাদের মধ্যে নতুন প্রাণসঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সাংস্কৃতিক দিকগুলো আরও বেশি গুরুত্ব পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status