গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো কাণ্ডে জড়িত মূলহোতা মোশাররফসহ আটক- ৭, আহত ৫ পুলিশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো কাণ্ডে জড়িত মূলহোতা মোশাররফসহ আটক- ৭, আহত ৫ পুলিশ রোববার রাতে পৌর এলাকার বেতজুরি নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, বেতজুরি গ্রামের মোশারফ হোসেন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই অনলাইন ও জোয়ার বোর্ডের মাধ্যমে ক্যাসিনো চালিয়ে আসছে। এলাকাবাসীর গোপন সংবাদে মোশাররফের শ্বশুর বাড়িতে অভিযান চালায় গাজীপুর সদর থানা পুলিশ। এসময় একটি ঘরে ঢুকতেই পুলিশ সদস্যদের ঘিরে ফেলে মোশাররফ বাহিনীর সদস্যরা। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সেখানে গিয়ে মোশাররফসহ ৭জনকে আটক করে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল আনুষ্ঠানিক কোনো কথা বলেননি। তবে, আটক ৭ জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান বলে জানিয়েছেন তিনি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |