শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি গেল সেই কর্মীর
নতুন সময় প্রতিবেদক
|
১৮ মার্চ অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য ক ![]() শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি গেল সেই কর্মীর ফেসবুকে শবনম ফারিয়া জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাঁকে ই–মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটিও শেয়ার করেছেন অভিনেত্রী। শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তাঁরা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’ সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া। ১৮ মার্চ রাতে শবনম ফারিয়া তাঁর বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যকারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাঁর পোস্টে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়ান, অনেকে তাঁর পোস্ট শেয়ার করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় দেওয়া পোস্টে তাঁর পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া। নিজের পোস্টের শেষে অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। তিনি মনে করেন, এভাবেই পরিবর্তন হতে পারে। সবাই মিলে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |