কুড়িগ্রামে যুবদল স্বেচ্ছাসেবকদল শ্রমিকদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আহম্মেদুল কবির
|
![]() কুড়িগ্রামে যুবদল স্বেচ্ছাসেবকদল শ্রমিকদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবদল - স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের আয়োজনে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র মাঠের স্কুল মাঠে আজ ২৩ মার্চ গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।যুবদল নেতা মোরশেদ হোসেন লিটুর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য ও দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য এ্যাড. মোঃ আশরাফ আলী, আবু দারদা হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ কাজল, যুবদলের সহ সভাপতি মাসুদ রানা (বাবু), এনামুল হক এনা, মোঃ এরশাদুল হক, জাফর আহমেদসহ প্রমুখ। ইফতার মাহফিলে নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও কুড়িগ্রামের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশের মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে হবে। এজন্য দোয়া মাহফিলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |