ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
গণহত্যাকারি আ'লীগকে বাংলার মানুষ এই মাটিতে আর রাজনীতির সুযোগ দিবে না : এম মঞ্জুরুল করিম রনি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 23 March, 2025, 8:55 PM

গণহত্যাকারি আ'লীগকে বাংলার মানুষ এই মাটিতে আর রাজনীতির সুযোগ দিবে না : এম মঞ্জুরুল করিম রনি

গণহত্যাকারি আ'লীগকে বাংলার মানুষ এই মাটিতে আর রাজনীতির সুযোগ দিবে না : এম মঞ্জুরুল করিম রনি

গণহত্যাকারি আওয়ামী লীগকে বাংলার মানুষ এই মাটিতে আর রাজনীতির সুযোগ দিবে না বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

রবিবার (২৩ মার্চ) ২২ রমজান সন্ধ্যায় তারেক রহমানের নির্দেশনায় মঞ্জুরুল করিম রনির আয়োজনে, কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অসহায়, গরীব, দুস্থ ও শ্রমজীবী নানা শ্রেণীপেশার মানুষসহ সুবিধাবঞ্চিতদের চাহিদা পূরণের লক্ষ্যে গণইফতার মাহফিলের আয়োজনের শেষ (ষষ্ঠধাপ) পর্বের কার্যক্রমের উদ্বোধনে যোগদিয়ে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, 
কেউ কেউ স্বপ্ন দেখছে, আওয়ামী লীগ নাকি আবার বাংলার মাটিতে আসবে, বাংলার মাটিতে রাজনীতি করবে, নির্বাচন করবে, বাংলাদেশের জনগণকি সেটা মেনে নিবে? আওয়ামী লীগ একটি গণহত্যাকারি দল, তারা পালিয়ে গেছে এই দেশ থেকে, পলাতক ও গণহত্যাকারি আওয়ামী লীগকে বাংলার মানুষ এই বাংলার মাটিতে আর রাজনীতি করার সুযোগ দিবে না।'

এসময় তিনি আরও বলেন, আপনাদেরকে  সু-সংগঠিত থাকতে হবে কারণ দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। কেউ কেউ ষড়যন্ত্র করছে, সংস্কারের নামে টালবাহানা করে  নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেয়া যায়। এই নির্বাচনকে আর পেছাতে দেয়া হবে না। গত তিন তিনটি নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে হাসিনার আমলে, মানুষ ভোট দিতে পারে নাই, এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। 

তিনি বলেন, আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে যেনো ধানের শীষকে নির্বাচিত করতে পারি। কারণ বিএনপি হচ্ছে  গণমানুষের দল, গণমানুষের দল হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ণ করতে পারবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান, যেন তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেন। পরে সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতনের যিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তার জন্য দোয়া চাই।

এছারা তিনি জানান, মাসব্যাপী গণইফতারের এই আয়োজন সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আগামীতে আরও বড় করে প্রতিটি ওয়ার্ডে যেন করতে পারেন সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়ছেন। 

উল্লেখ্য, এ গণ-ইফতার আয়োজন প্রথমে রাজবাড়ি মাঠে শুরু হয়, ২য় ধাপে টঙ্গী, তৃতীয় ধাপে গাছা , চতুর্থ ধাপে বাসন ও পঞ্চম ধাপে কোনাবাড়িতে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ষষ্ঠত (শেষ) তিনি সালনার এ আয়োজন সফল করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দীন চেয়ারম্যানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির  সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট ডক্টর শহীদ উজ্জামান, আহম্মদ আলী রুশদি, এ্যাডভোকেট এমদাদ খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ  সম্পাদক গাজী সালাহ্উদ্দীন, 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম টুটুল, সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, শাহীন আলম সব্দের হাসান, সদর মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেক আকন্দ, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক  আহমেদ।

এছারা আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর যুবদলের যগ্ম আহবায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান মিরন, গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনিসহ আরও অনেকেই। এসময় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ও কয়েকহাজার রোজাদারদের নিয়ে ইফতার গ্রহণ করেন এম মঞ্জুরুল করিম রনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status