ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার
রায়হানুর রহমান
প্রকাশ: Sunday, 23 March, 2025, 8:41 PM

এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার

এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার

এবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। এ নিয়ে টানা দুইবার তিনি শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন।
 
সামগ্রিক কর্ম মূল্যায়ন, ওয়ারেন্ট তামিল, রামগঞ্জ-রায়পুর ও ফরিদগঞ্জ সীমান্তবাসীর আতঙ্ক রবিন ডাকাতকে অস্ত্রসহ আটকসহ আইনশৃঙ্খলা রক্ষায় অভূতপূর্ব অবদান রাখায় লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন আজ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারকে এ সম্মাননায় ভূষিত করেন। আজ রবিবার জেলা পুলিশ মিলনায়তনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন।

 এছাড়া রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ বাবুর আলী জেলার শ্রেষ্ট উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ রকিবুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অন্তু কুমার দাস, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের ইনচার্জগন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, এ অর্জনের দাবীদার আমার সহকর্মীদের। সহকর্মীদের সহযোগিতার কারনে বেশ কিছু কঠিন কাজও সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দেশ ও জাতীর কল্যাণে সবসময় কাজ করে যাবো। বিশেষ কৃতজ্ঞতা জানান, রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status