ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 March, 2025, 9:55 PM

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি

হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার হোসেন সালামি রোববার এক বিবৃতিতে জানান, আমরা যুদ্ধ খুঁজছি না, তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে হুমকি দেয়, আমরা উপযুক্ত, সিদ্ধান্তমূলক এবং চূড়ান্ত পদক্ষেপ নেব।



রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র শনিবার হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায়, যাদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ অংশ, যার মধ্যে রাজধানী সানা।  

ট্রাম্প ইরানকে তাত্ক্ষণিকভাবে হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আমেরিকা আপনাকে সম্পূর্ণ দায়ী করবে এবং আমরা এতে কোমল হব না! 


মার্কিন চাপ অস্বীকার করেছে ইরান 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্র নীতির উপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই। 

হুথি বিদ্রোহীরা, যারা ইরান থেকে আর্থিক এবং সামরিক সহায়তা পায়, ইরানের প্রতিরোধ অক্ষ-এর অংশ, যা ইসরাইলের বিরোধী অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের অন্যতম দল। এই জোটের মধ্যে হামাস এবং হিজবুল্লাহও রয়েছে।  তবে আইআরজিসি কমান্ডার সালামী দাবি করেছেন, হুথি বিদ্রোহীরা স্বাধীনভাবে তাদের কৌশলগত ও পরিচালনাগত সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে ইয়েমেনি জনগণের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন।

মার্কিন হামলার নিন্দা

মার্কিন বিমান হামলা থেকে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অন্তত ৩১ জন নিহত হয়েছে এবং ১০১ জন আহত হয়েছে।  ইরান হামলাটিকে বর্বর বলে নিন্দা জানিয়ে বলেছে, এই হামলায় ইয়েমেনি নারী ও শিশুদেরসহ বহু হতাহতের কারণ হয়েছে।

পারমাণবিক আলোচনা ও উত্তেজনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সাম্প্রতিক উত্তেজনা, ট্রাম্পের পারমাণবিক আলোচনা নিয়ে খোলামেলা মনোভাবের মধ্যেই ঘটছে।  তবে তিনি একসঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সর্বোচ্চ চাপ কৌশলের অংশ হিসেবে সামরিক আক্রমণের হুমকি পুনর্ব্যক্ত করেছেন, যা তার প্রথম প্রশাসনে (২০১৭-২০২১) শুরু হয়েছিল।  ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলেইমানি নিহত হন, যিনি ইরানের আঞ্চলিক সামরিক অপারেশনগুলোর পরিকল্পনাকারী ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status