ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
গলাচিপায় অসহায় শারীরিক প্রতিবন্ধীর পাশে ইউএনও মিজানুর রহমান
মু.জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
প্রকাশ: Sunday, 16 March, 2025, 8:57 PM

গলাচিপায় অসহায় শারীরিক প্রতিবন্ধীর পাশে ইউএনও মিজানুর রহমান

গলাচিপায় অসহায় শারীরিক প্রতিবন্ধীর পাশে ইউএনও মিজানুর রহমান

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারেনা? হ্যা পারে!ঐতিহাসিক এ প্রবাদটিকে বাস্তবতার রুপে আবারও প্রমাণ করলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান। 

তিনি নিজের বেতনের টাকায় গোলখালী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী আব্দুল হাই গাজী'কে অটোরিকশা উপহর দিয়ে মনবতার   পরিচয়ে দৃষ্টান্ত প্রমাণ করলেন ইউএনও মিজানুর রহমান। 

১৬ মার্চ রবিবার বিকাল পাঁচটায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারি প্রশাসনিক ভবন চত্তরে শারীরিক প্রতিবন্ধী হাইগাজী ও তার পরিবারের মাঝেঁ অটো রিক্সার চাবী' হস্তান্তর করেন। 

উপহার পেয়ে শারীরিক প্রতিবন্ধী আব্দুল হাই গাজী আবেগাপ্লুত কন্ঠে বলেন, আমি আগে বুঝতে পারিনি, ইউএনও স্যার আমার মতো অসহায় মানুষের আর্তনাদ শুনে আমার পাশে দাঁড়িয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন। আমি তার অবদানের কথা কোন দিন'ই ভুলব না বলে কান্নায় ভেঙে পরেন।

নির্বাহী অফিসার মিজানুর রহমান গণমাধ্যম বৃন্দদের বলেন, আসলে আমি মহান বা মানবতার ফেরিওয়ালা নই। আমি আমর স্বার্থ অনুযায়ী চেষ্টা করছি একটি হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে। যখন জানতে পেরেছি, একটি দূর্ঘটনায় কিশোর আবদুল হাই গাজী তার মেরুদণ্ডে আঘাত পেয়ে মানবতার জীবনযাপন করছেন, তার খোঁজ খবর নিয়ে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার নিজের অর্থায়নে একটু স্বচ্ছতা ফিরিয়ে আনতে একটি অটোরিক্সা উপহার দিয়েছি। যতোদিন বেঁচে থাকবো, চেষ্টা করবো অসহায় মানুষের পাশে থেকে সহানুভূতির হাত বাড়িয়ে  দিবো।

এসময় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশনের গণমাধ্যম কর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status