গত ১৬ বছর আওয়ামী লীগ ইফতার আয়োজন করে নিজেরাই খেয়েছে: এম মঞ্জুরুল করিম রনি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গত ১৬ বছর আওয়ামী লীগ ইফতার আয়োজন করে নিজেরাই খেয়েছে: এম মঞ্জুরুল করিম রনি রবিবার (১৬মার্চ) ১৫রমজান সন্ধ্যায় নগরীর বোর্ডবাজার মির্জা সিএনজি পাম্প মাঠে তারেক রহমানের নির্দেশনায় মঞ্জুরুল করিম রনির আয়োজনে গাছা থানা বিএনপির সার্বিক সহযোগীতায় অসহায়, গরীব, দুস্থ ও শ্রমজীবী নানা শ্রেণীপেশা মানুষসহ সুবিধাবঞ্চিতদের চাহিদা পূরণের লক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় যোগদিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিন্নমতাদর্শের কাওকে বা সাধারণ অসহায়শ্রেণীর মানুষদের তারা খাবারের সুযোগ দিতো না। বিএনপির নেতাকর্মীরা আমরা যারা ছিলাম আমরা ইফতারের আয়োজন করতে পারিনাই। আমরা কোন সামাজিক অনুষ্ঠানে যাইতে পারিনাই। কারন আমাদেরকে মামলা হামলা নির্যাতন করে এসব থেকে দূরে রাখা হইছে। মঞ্জুরুল করিম রনি তার বক্তব্যে আরো বলেন, এখন দেখেন ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে কত ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে। শুধু বিএনপি না অনেকে ব্যাক্তিগত পর্যায়ে করছে, অন্যান্য দল করছে। কিন্তু এই স্বাধীনতাটা কিন্তু কারো ছিলোনা বিগত সময়ে। তাই তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মহান রাব্বুল আলামিনের (আল্লহর) শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমরা আজ এখানে একত্রিত হইতে পারছি, এই জালেম মুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলে বসে ইফতার করতে পারছি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। বক্তব্যের শেষাংশে তিনি জানান, এই ইফতার আয়োজন প্রথমে রাজবাড়ি মাঠে শুরু হয়, ২য় ধাপে টঙ্গীতে হয়েছে, তৃতীয় ধাপ শুরু হলো আজ গাছা থানায়, যা চলবে আগামী ১৮মার্চ পর্যন্ত। পরবর্তীতে চতুর্থ পর্ব নগরীর বাসন থানায় শুরু হবে পঞ্চম ধাপ শুরু হবে কেনাবাড়ি ষষ্ঠত কাউলতিয়া শালনায় এ ইফতার আয়োজন শুরু হবার কথা রয়েছে। এতে গাছা মেট্রো থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে, সিনিয়র সহ-সভাপতি এসএম নাইমের সঞ্চালনায় বক্তব্য দেন, গাছা থানা বিএনপি সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল জব্বার সরকার, থানা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, গাছা থান বিএনপির সাংগঠবিক সম্পাদক জাহাঙ্গীর হাজারি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা কামাল উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান, মহানগর চাত্রদলের সভাপতি শুক্কুর ও সম্পাদক মিরন, থানা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুসসালাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার, ৩৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল সরকারসহ আরো অনেকেই। শেষে মোনাজাত পরিচালনা করেন থানা ওলামা দলের আহ্বায়ক মোঃ আব্দুল মমিন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |