ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
প্রথম চ্যালেঞ্জটা আমিই নিলাম: আসিফ মাহমুদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 March, 2025, 8:52 PM

প্রথম চ্যালেঞ্জটা আমিই নিলাম: আসিফ মাহমুদ

প্রথম চ্যালেঞ্জটা আমিই নিলাম: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস রচনার প্রথম চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মতো বড় ঘটনার ইতিহাস লেখা সবসময় চ্যালেঞ্জিং। প্রথম চ্যালেঞ্জটা আমিই নিলাম। শুরুটা করলাম, এবার আপনারাও লিখুন। পূর্ণতা পাক জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস।"

তার নতুন প্রকাশিত বই জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু প্রসঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে এটি পুরো গণঅভ্যুত্থানের ইতিহাস নয়, বরং তার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা।

তিনি বলেন, "গতকাল প্রকাশনা অনুষ্ঠানেও বলেছি, আবারও বলছি—বইটি আমি যেভাবে গণঅভ্যুত্থান দেখেছি, সেই অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ। এটিকে সম্পূর্ণ গণঅভ্যুত্থানের ইতিহাস হিসেবে ধরে নেওয়া ভুল হবে।"

তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস তখনই রচিত হবে, যখন আরও কয়েকশ’ মানুষ তাদের অভিজ্ঞতা লিখবেন। সেই লক্ষ্যে তিনি সারাদেশের সংগঠকদের অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য লেখার আহ্বান জানান।


আসিফ মাহমুদ জানান, বইটি মাত্র ১২০ পৃষ্ঠার এবং এতে অনেক বড় ঘটনাকে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে সময় পেলে তিনি বইটির টাইমলাইন ধরে বিস্তারিত বিবরণ লেখার পরিকল্পনা করেছেন।

"বিস্মৃত হয়ে যাওয়ার শঙ্কা থেকেই প্রাথমিকভাবে ছোট পরিসরে লিখেছি," বলেন তিনি।

তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থান ছিল বিশাল, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ছিল, শত শত জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সবকিছু আমার চোখের সামনে ঘটেনি, যা দেখেছি তাই বইতে এসেছে। তাই আরও লেখা প্রয়োজন।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status