নতুন জম্বি সিরিজে মজেছেন তরুণেরা, কী আছে ‘নিওটোপিয়া’য়
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন জম্বি সিরিজে মজেছেন তরুণেরা, কী আছে ‘নিওটোপিয়া’য় তবে জম্বি সিরিজ হলেও নিওটোপিয়ায় আছে বেশ কিছু নতুন ব্যাপার-স্যাপার। সিরিজটি তৈরি হয়েছে হান সাং-উনের উপন্যাস ‘ইনফ্লুয়েঞ্জা’ অবলম্বনে। ‘নিওটোপিয়া’ মূলত রোমান্টিক ফ্যান্টাসি সিরিজ, হরর ও কমেডির মিশ্রণ এটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। সমালোচকেরা বলছেন, বেশ কিছু দুর্বলতা থাকলেও সিরিজটি এতটা জনপ্রিয়তা পেয়েছে জম্বি নিয়ে রোমান্টিক-কমেডির মতো তরতাজা আইডিয়ার কারণেই। অনেক সমালোচক এটিকে ‘রম-কম’ না বলে ‘জম-কম’ও বলছেন। সিরিজের গল্প জে-ইয়ুনকে (পার্ক জেওং-মিন) নিয়ে। প্রেমিকা ইয়ং-জুর (জিসু) সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রায় চূড়ান্ত। এমন সময় শহরে জম্বির আক্রমণ, বিচ্ছেদ তো দূর এখন বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। দূরত্ব ভুলে বেঁচে থাকার সংগ্রামে একে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে জে ও ইয়ং। কোরিয়া থেকে আসা জম্বি ঘরানার বেশির ভাগ কাজ থ্রিলার হয়েছে, পর্দায় উঠে এসেছে সিরিয়াস সারভাইভাল স্টোরি। কিন্তু এই সিরিজে রোমাঞ্চ নেই, আছে হরর আর কমেডি। দ্য কোরিয়া টাইম-এর সমালোচকদের ভাষ্যে, ‘আশির দশকের বি-মুভির মতো এই সিরিজ আপনাকে একধরনের আরাম দেবে, পরতে পরতে রোমাঞ্চ নয়, হাসার জন্য অপেক্ষায় থাকবেন আপনি।’ নিউটোপিয়া বানিয়েছেন ইয়ুন সাং-হেয়ুন। ‘ব্লিক নাইট’, ‘টাইম টু হান্ট’ নির্মাতা সিরিজটি নিয়ে দ্য কোরিয়া টাইমকে বলেন, ‘২০০০ সালের পরের দিকের জম্বি সিনেমা মূলত দানবনির্ভর। তবে আমি সেই সত্তর বা আশির দশকে ফিরে যেতে চেয়েছি, বেছে নিয়েছি ধীরগতির গল্প বলার ধরন।’ এতে যে তিনি সফল হয়েছেন সেটা বলাই বাহুল্য। এর মধ্যেই অ্যামাজনের সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় চলে এসেছে ‘নিওটোপিয়া’। সিরিজে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ব্ল্যাকপিংকের জিসু। সিরিজটি নিয়ে তিনি ইনস্টাগ্রামে বলেছেন, ‘জম্বি গল্পের মোড়কে এখানে আসলে ভালোবাসার গল্পই বলা হয়েছে। আমার চরিত্রটি খুবই শক্তিশালী, শুটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’ আট পর্বের সিরিজটির শেষ পর্ব মুক্তি পাবে ২১ মার্চ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |