ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আশিয়ান গ্রুপ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 March, 2025, 1:45 PM

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আশিয়ান গ্রুপ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আশিয়ান গ্রুপ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

মাহে রমজান উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের সঙ্গে অনুষ্ঠিত হলো আশিয়ান গ্রুপ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। এসময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। গতকাল শনিবার (১৫ মার্চ) আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আশরাফুল হক বলেন, আশিয়ান সিটি এবং মানবকন্ঠ আমাদের মত গত ফ্যাসিট সরকারের আমলে অনেক ক্ষতিগ্রস্হ হয়েছে অনেক নির্যাতিত হয়েছে ৫ই আগস্টের  পর নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে।নতুন পরিবেশে আশিয়ান এবং মানবকন্ঠ সমুজ্জ্বল  ভূমিকা রেখে মানুষের পাশে দাঁড়াবে।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আওয়ামী সরকারের সময় আসিয়ান গ্রুপসহ বাংলাদেশের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আসিয়ান গ্রুপের মানবকন্ঠ পত্রিকাটি আমরা নিয়মিত পড়ছি। নিপীড়ন-নির্যাতনের মধ্যেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসিয়ান গ্রুপ এবং মানবকন্ঠ পত্রিকার সাফল্য কামনা করছি।

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, আশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,  বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবে এবং তারেক রহমান দ্রুত দেশে ফিরে এসে দেশের হাল ধরবে। দেশ এখন অস্থিতিশীল অবস্থায় চলছে। কারা এই অস্থিতিশীল করছে তা আপনারা জানেন।

তিনি এসময় আরো বলেন, আমাদের কারোর মনের অবস্থা ভালো নেই কারণ ছোট্ট শিশু আছিয়া আমাদের ছেড়ে চলে গেছে। আছিয়ার বিচার কি ভাবে হবে আমি জানি না তবে আমাদের উচিত ছিল আছিয়াকে কবর দেওয়ার আগে ধর্ষকের ফাঁসি  দেওয়া।

তিনি আরো বলেন, আশিয়ান গ্রুপ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র- জনতার আন্দোলনের সময় আশিয়ান গ্রুপ মানুষের জন্য কার করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আসিয়ান গ্রুপ বিশাল একটি অর্গানাইজেশন, এর অনেক সুনাম রয়েছে। বিএনপির প্রতি অনেক ভালোবাসা এবং সহযোগিতা ছিলো আসিয়ান গ্রুপের। অতীত সরকার এটাকে সুন্দরভাবে মেনে নেয়নি। যার পরিপ্রেক্ষিতে আসিয়ান গ্রুপের ওপর অনেক আঘাত, নির্যাতন এসেছিলো। যা আমরা দেখেছি এবং শুনেছি। বিএনপি পরিবারে পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা সব সময় আশিয়ান গ্রুপের পাশে থাকবো।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের যে যাত্রা শুরু হয়েছে এই লড়াইয়ে এবং নতুন বাংলাদেশের পক্ষে মানবকণ্ঠ এবং আশিয়ান ঐতিহাসিক ভূমিকায় রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াসহ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন অঙ্গনের পেশাজীবী, আশিয়ান গ্রুপের প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীসহ বিভিন্ন স্তরের নাগরিকরা। এতে ইফতার আয়োজন পরিণত হয় সর্বস্তরের মিলনমেলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status