গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪৫ হাজার টাকা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪৫ হাজার টাকা ছিনতাই স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে গরু ক্রয়-বিক্রয়ের কাজ করে যাচ্ছিল হায়দার সেখ (৫৫)। গত ১৪ মার্চ তারাবি নামাজের সময় জুনুর দেকোনের সামনে থেকে হেটে যাচ্ছিলেন হায়দার সেখ। এ সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারী সলেমান ফকির (৩০) যার বাবার নাম আব্বাস ফকির এবং জাকির ফকির (২৮) তার বাবা হাছেন ফকির হায়দারের পথ রোধ করে দাঁড়ায়। তিনি বুঝে উঠার আগেই তার উপর অতর্কিত কিল-ঘুষি মারতে থাকে। এবং দেশীয় অস্ত্রের ভয় দেখাতে থাকে। হায়দার আলী ফকির জানান, কিল-ঘুষিতে মারাত্মক জখম হলে সে রাস্তায় লুটিয়ে পরে। এ সময় তার বুক পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর হায়দার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলার সদর হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করায়। স্থানীয়রা আরো জানায়, এই সলেমান সেখ এবং জাকির ফকির পতিত সরকারের যুবলীগের কর্মী ছিলেন। তারা এলাকায় বিগত সরকারের আমালে যুবলীগের নাম ভাংগিয়ে কলাখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় চাঁদাবাজী করতো। ৫ আগষ্টের পর কিছুদিন গাঁঢাকা দিলেও বর্তমানে তারা প্রকাশ্যে । |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |