ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির নতুন অর্জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 March, 2025, 7:56 PM

বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির নতুন অর্জন

বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির নতুন অর্জন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এবারের (২০২৫) বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টার পর কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। 

এতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রথমবারের মতো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস বাই সাবজেক্ট-এ মযাদাপূর্ন স্থান পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসএ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দেশের বেসরকারি বিম্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে দেশের বেসরকারি বিম্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গ্লোবালি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস- এই দুই বিষয়ে যথাক্রমে ৬০১-৬৫০ এবং ৬৫১-৭০০ তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি। 

ইতোপূর্বে ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস-এর অন্যান্য তালিকাতেও নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল বিশ্ববিদ্যালয়টি। এর মধ্যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস-এর সামগ্রিক তালিকায় ১২০১-১৪০০ এর ঘরে, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০০ এর ঘরে, বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে ৫ম এবং দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় স্থানে অবস্থান করছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। সাস্টেইনিবিলিটি র‌্যাঙ্কিংয়ের দিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। তাছাড়া সম্প্রতি প্রকাশ পাওয়া টাইমস হায়ার এডেিকশন র‌্যাঙ্কিংয়ের বিষয়ভিত্তিক তালিকাতেও ৪টি বিষয়ে প্রথম স্থানেই ছিল দেশের অন্যতম সেরা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, গবেষণা খাতে দৃষ্টি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক বজায় এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনের অনুপ্রেরণা জোগানোর জন্য- এ ধরনের অসাধারণ কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। পাশাপাশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকমন্ডলীসহ সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে শিক্ষার মান ও ক্রমবর্ধমান অগ্রগতি বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status