রাশিয়া-মার্কিন সংলাপের সম্ভাবনা, বিশ্ব রাজনীতিতে নতুন মোড়?
নতুন সময় ডেস্ক
|
![]() রাশিয়া-মার্কিন সংলাপের সম্ভাবনা, বিশ্ব রাজনীতিতে নতুন মোড়? মঙ্গলবার (১১ মার্চ), রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে বলেন, "আমরা আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না।" তার এই মন্তব্য সউদী আরবে অনুষ্ঠিত মার্কিন-ইউক্রেন বৈঠকের পর এসেছে। সউদী আরবে অনুষ্ঠিত এই আলোচনায়, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের একটি "তাৎক্ষণিক, অন্তর্বর্তীকালীন" অস্ত্রবিরতির শর্ত গ্রহণ করতে প্রস্তুতি প্রকাশ করেছে। তবে এর জন্য শর্ত হলো রাশিয়াকেও এই প্রস্তাবে সম্মতি দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন যে রাশিয়া এই অস্ত্রবিরতির পরিকল্পনায় রাজি হবে এবং মঙ্গলবার বা বুধবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সউদী বৈঠকের পর, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সাংবাদিকদের জানান যে তিনি আসন্ন দিনে তার রুশ প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, "ইউক্রেনীয় পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আমরা একটি প্রতিনিধি দল গঠন করেছি। আমি আসন্ন দিনে আমার রুশ প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করবো।" এই সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাশিয়া-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, সেটাই এখন কূটনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয়। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |