|
এসডিএফের সঙ্গে সিরিয়ার চুক্তি, যা বলল যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
|
![]() এসডিএফের সঙ্গে সিরিয়ার চুক্তি, যা বলল যুক্তরাষ্ট্র কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার জন্য একটি চুক্তি পৌঁছেছে সিরিয়া। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সোমবার (১০ মার্চ) এ ঘোষণা দেন। এই চুক্তিতে সিরিয়ার ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছে এবং শর্ত দেওয়া হয়েছে যে ‘উত্তর-পূর্ব সিরিয়ার সকল বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান- সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র’ সিরিয়া প্রশাসনের সঙ্গে একীভূত করা হবে। এসডিএফ-যার নেতৃত্ব ধর্মনিরপেক্ষ এবং কুর্দি জাতীয়তাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে জড়িত বারবার তুরস্ক-সমর্থিত সিরীয় যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তুর্কিদের কাছ থেকেও আক্রমণের শিকার হয়েছে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কও এই গোষ্ঠীটিকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে যুক্তরাষ্ট্র এসডিএফকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে। মূলত আইএসআইএল (আইএসআইএস) বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এর কার্যকারিতার কারণে। প্রসঙ্গত, এর আগে উত্তর-পূর্ব সিরিয়ার কিছু অংশ আইএসআইএল-এর নিয়ন্ত্রণে ছিল এবং ২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হাতে পরাজিত হয়, যার মধ্যে এসডিএফও ছিল। স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি রাজনৈতিক পরিবর্তনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে যা বিশ্বাসযোগ্য, অসাম্প্রদায়িক শাসনকে আরও সংঘাত এড়াতে সর্বোত্তম উপায় হিসেবে প্রমাণ করে। ’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে চাঁদার দাবিতে সাবেক সেনা সদস্যকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ
ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বাপ্পি: নেতা নয় সেবক হতে এসেছি
পাইকগাছায় নদীতে ভেঙ্গে পড়া ব্রীজ বাঁশ দিয়ে চলাচলের উপযোগী করলেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ
১৫ নভেম্বর কক্সবাজার যুব সমাবেশ সফল করতে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা
