ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ নিয়ে পাঠকের আগ্রহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 February, 2025, 4:12 PM

রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ নিয়ে পাঠকের আগ্রহ

রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ নিয়ে পাঠকের আগ্রহ

শামীম হুসাইন ঝিনাইদহের ছেলে। বহুজাতিক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বেতন ছিল লাখ টাকার মতো। অর্থনৈতিকভাবে সচ্ছলতা পেলেও নিজ গ্রামের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। আর তাই বহুজাতিক প্রতিষ্ঠানে সাত বছর সাফল্যের সঙ্গে কাজ করার পর চাকরি ছেড়ে গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন শামীম হুসাইন। সেই থেকে শুরু। এরপর প্রায় ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন তিনি। সেই তরুণ-তরুণীরা এখন দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছেন। নিজের স্বপ্ন পূরণের পথে এখনো নানাভাবে কাজ করে চলেছেন ফ্রিল্যান্সার শামীম হুসাইন।

রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ নিয়ে পাঠকের আগ্রহ

রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ নিয়ে পাঠকের আগ্রহ


শামীম হুসাইনকে নিয়ে ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শিরোনামে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের। শামীম হুসাইনের দীর্ঘ পথচলা ও সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। বইটি ইতিমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। বইমেলাতে বেশ আগ্রহ দেখা যাচ্ছে পাঠকদের মাঝে। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনের ১০৩–১০৫ নং স্টলে। বইমেলার পাশাপাশি অনলাইন–অফলাইনেও খুব ভালো সাড়া মিলছে বইটিকে ঘিরে।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘শামীম এক পাগলাটে তরুণ। যে ধরনের চাকরি পাওয়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তেমনি এক চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে গেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেখানে বসে হাজার হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে ফিল্যান্সাররা দেশের জন্য অবদান রাখছে—এতেই শামীমের প্রশান্তি। বইটি শামীমকে উপজীব্য করে লেখা হলেও পাঠক এখানে উপন্যাসের স্বাদ পাবেন। এর সবচেয়ে বড় কারণ শামীমের জীবন। তার জীবনটিই উপন্যাসের মতো।’

নিজেকে নিয়ে লেখা উপন্যাসের বিষয়ে শামীম হুসাইন বলেন, ‘আমাকে নিয়ে একটি উপন্যাস লেখা হতে পারে, এমন কল্পনাও করিনি কোনো দিন। লেখক রাহিতুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ, এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আরও অনেক অসমাপ্ত স্বপ্ন রয়েছে আমার। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে চাই আজীবন।’

প্রতিভাষা প্রকাশন থেকে প্রকাশিত ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শীর্ষক বইটির মূল্য ৩০০ টাকা। বিভিন্ন বইয়ের দোকান ও প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status