ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ
শুভংকর পোদ্দার, হরিরামপুর
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 7:32 PM

হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ

হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ

মানিকগঞ্জের হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো এক যুবলীগ নেতার মরদেহ। পরে সেটিকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে।

নিহত মো. আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী ভাদিয়াখোলা গ্রামে গান শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমজাদ হোসেন।  রাত ১০টার দিকে ভাদিয়াখোলা বাজারে বাবার সাথে তার দেখা হয়। আমজাদ বাবাকে বলেন, তুমি বাড়ি যাও। আমি আসতেছি। এরপর রাতে আর আমজাদ বাড়িতে ফেরেননি৷ আজ সকালে সরফদিনগর এলাকার ফসলের মাঠে পেঁয়াজ ক্ষেতের পাশের একটি পুকুরের (স্থানীয়ভাবে ডাঙ্গা নামে পরিচিত) পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status