ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
আফগানিস্তানের কুন্দুজে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 5:42 PM

আফগানিস্তানের কুন্দুজে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

আফগানিস্তানের কুন্দুজে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশে একটি ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে কাবুল ব্যাংকের একটি শাখার কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৭ জন। কুন্দুজ পুলিশের মুখপাত্র জুমাদ্দিন কাকসার জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ডিভাইস দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। নিহতদের মধ্যে একজন ব্যাংকের নিরাপত্তারক্ষী, তালেবান সদস্য এবং সাধারণ নাগরিক রয়েছেন।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার চেষ্টা করছে। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটিতে বোমা হামলার সংখ্যা কিছুটা কমলেও, আইএসআইএস-এর সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো হুমকি হিসেবে বিদ্যমান।

এর আগে, ২০২১ সালের অক্টোবরে কুন্দুজের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় বহু মানুষ প্রাণ হারান। সেই হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস। এছাড়া, গত বছর কান্দাহারে একটি ব্যাংকে বিস্ফোরণের দায়ও স্বীকার করেছিল এই গোষ্ঠী।

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করে আসছে যে, তারা আইএসআইএসসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে দমন করেছে। তবে, সাম্প্রতিক এই হামলা দেখাচ্ছে যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো সক্রিয়, এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থিতিশীল।

কুন্দুজ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ শহর, যা অতীতে তালেবানের নিয়ন্ত্রণে ছিল। প্রায় ৮ হাজার বর্গ কিলোমিটারের শহরটিতে প্রায় ৮ লাখ ২০ হাজার মানুষ বাস করেন। তালেবানের শাসনামলেও এখানে সহিংসতা অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

এই ধরনের হামলা আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং যা সাধারণ মানুষের জীবন আরও অনিশ্চিত হয়ে উঠছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status