ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১
টঙ্গী বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 February, 2025, 1:23 PM
সর্বশেষ আপডেট: Monday, 3 February, 2025, 2:43 PM

টঙ্গী বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণ

টঙ্গী বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রোববার (২ ফেব্রুআরি) আখেরি মোনাজাত চলাকালে একটি ড্রোন বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আছড়ে পড়লে মোনাজত ফেলে মুসল্লীরা দ্বিকবিদিক ছুটাছুটি করে মাঠ ছেড়ে দৌড়াতে থাকেন। মুসল্লীদের এমন দৌড়াদৌড়ি উত্তরে চেরাগআলী দক্ষিণে টঙ্গী আবদুল্লাহপুর পূর্বে টঙ্গী রেলস্টেশন পশ্চিমে কামারপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ইজতেমা সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানের বিদেশী নিবাসের পূর্ব পাশে টিনের ছাউনির উপর ড্র্রোন আছড়ে পড়লে বিকট শব্দের ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি ছিল আখেরী মোনাজাত চলাকালে আকাশে একটি ড্রোন উড়ছিল। এমন সময় ড্রোনটি বিকট শব্দে আছড়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে এবং দৌড়াদৌড়ি শুরু হয়। এসময় বিকট শব্দেের আওয়াজে কেউ কেউ বলতে থাকেন সাদ বাহিনী আসতেছে। মোনাজাত শেষের দিকে কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে।

ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি নিবাসের পূর্ব দিকে একটি টিনের ছাউনির উপর ড্রোনটি আছড়ে পড়ে। এতে টিনের উপর বিকট শব্দ সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে ওই স্থানে থাকা মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন। পরে উপস্থিত মুসল্লিরা  শব্দের উপস্থিত স্থল খুঁজতে গিয়ে ওই ড্রোনটির সন্ধান পান। 

মোনাজাতের পর ইজতেমার বয়ান মঞ্চ থেকে মুসল্লিদের আশ্বস্ত করে ঘোষণা করা হয় একটি ড্রোন ইজতেমা ময়দানের একটি টিনের ছাউনিতে আঁছড়ে পড়েছিল এতে ভয় বা আতঙ্কের কোন কারণ নেই।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ইজতেমা ময়দানের একটি টিনের ছাউনিতে আঁছড়ে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status