ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
ট্রাম্পের আঙিনায় উজ্জ্বল বাংলাদেশের সাদী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 January, 2025, 1:26 PM

ট্রাম্পের আঙিনায় উজ্জ্বল বাংলাদেশের সাদী

ট্রাম্পের আঙিনায় উজ্জ্বল বাংলাদেশের সাদী

ডোনাল্ড ট্রাম্পের ‘শীতকালীন হোয়াইট হাউস’ হিসেবে খ্যাত মার-আ-লোগোর আঙিনায় বেশ উজ্জ্বল দেখাচ্ছিল বাংলাদেশী জাহিদ এফ সরদার সাদী’কে। রাজকীয় অন্দরমহলে ট্রাম্প পরিবারের সদস্য এবং উচ্চপদস্থ মার্কিন কর্তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্টভাবে মেতে উঠেছিলেন উৎসব-আনন্দে। ওয়াশিংটন ডিসির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সুরের মূর্ছনায় উপভোগ করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে সিংহাসনে আরোহনের ঐতিহাসিক নয়নাভিরাম ‘ফায়ার ওয়ার্কস’। মার-আ-লোগো থেকে হোয়াইট হাউস সব আয়োজনেই সাদী’র মুখর পদচারণা যুক্তরাষ্ট্রের দরবারে বাংলাদেশের সম্মানকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।

জাহিদ এফ সরদার সাদী একজন তরুণ বাংলাদেশী রাজনীতিবিদ। স্ত্রী ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুদমিলা সরদার ও দুই সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপি’র বিশেষ দূত। ট্রাম্প পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এক যুগেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ পথচলায় সততা, মেধা ও প্রজ্ঞা দিয়ে তিনি একজন বিশ্বস্ত ও অনুগত সঙ্গী হিসেবে এই পরিবারের আত্মবিশ্বাস অর্জন করেছেন। তাই যেকোন উৎসব ও আয়োজনে এই পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণের ডাক যায় তাঁর কাছে।

সাদী’র  ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রে মার-আ-লোগোর পামবীচে ট্রাম্পের বিশাল তাম্রখচিত অট্টালিকার অন্দরমহলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন হাস্যোজ্বল সাদী। আরো ছবিতে তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্টভাবে ঘরোয়া আমেজে রয়েছেন ট্রাম্প জুনিয়র ২য় ও ৩য় এবং ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যগণ। একটি ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন মার-আ-লোগোর আঙিনায় মিনি ইলেক্ট্রিক কারে সাদীর পাশে বসে আছেন যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী বাক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। ওয়াশিংটন ডিসি ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনোমুগ্ধকর প্রাক উদ্বোধনী ফায়ার ওয়ার্কস উপভোগ করছেন, ঐ অনুষ্ঠানে সাদীও রয়েছেন। গালফ ক্লাবে একটি ছবিতে সাদী’র দুইপাশে হাস্যোজ্জ্বল আমুদে ভঙ্গিমায় দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সির দুই বিলিওনিয়ার।

যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে জাহিদ এফ সরদার সাদী’র সখ্যতা বহু বছর ধরে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সম্পর্কোন্নয়নে গেটওয়ে হিসেবে কাজ করেছেন। গত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ইস্যুতে মার্কিন কর্তাদের সঙ্গে দেন দরবার করে বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের নানা অপকর্ম তুলে ধরেছেন। সাদীর এসব উদ্যোগ বাংলাদেশ সম্পর্কে মার্কিন সরকারের মনোভাব পরিবর্তনে এবং স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে সহায়ক হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বন্ধন এবং সহযোগিতার হাতকে আরো দৃঢ় করবে বলে বিশ্লেষকদের ধারণা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status