ট্রাম্পের আঙিনায় উজ্জ্বল বাংলাদেশের সাদী
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্পের আঙিনায় উজ্জ্বল বাংলাদেশের সাদী জাহিদ এফ সরদার সাদী একজন তরুণ বাংলাদেশী রাজনীতিবিদ। স্ত্রী ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুদমিলা সরদার ও দুই সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপি’র বিশেষ দূত। ট্রাম্প পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এক যুগেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ পথচলায় সততা, মেধা ও প্রজ্ঞা দিয়ে তিনি একজন বিশ্বস্ত ও অনুগত সঙ্গী হিসেবে এই পরিবারের আত্মবিশ্বাস অর্জন করেছেন। তাই যেকোন উৎসব ও আয়োজনে এই পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণের ডাক যায় তাঁর কাছে। সাদী’র ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রে মার-আ-লোগোর পামবীচে ট্রাম্পের বিশাল তাম্রখচিত অট্টালিকার অন্দরমহলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন হাস্যোজ্বল সাদী। আরো ছবিতে তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্টভাবে ঘরোয়া আমেজে রয়েছেন ট্রাম্প জুনিয়র ২য় ও ৩য় এবং ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যগণ। একটি ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন মার-আ-লোগোর আঙিনায় মিনি ইলেক্ট্রিক কারে সাদীর পাশে বসে আছেন যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী বাক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। ওয়াশিংটন ডিসি ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনোমুগ্ধকর প্রাক উদ্বোধনী ফায়ার ওয়ার্কস উপভোগ করছেন, ঐ অনুষ্ঠানে সাদীও রয়েছেন। গালফ ক্লাবে একটি ছবিতে সাদী’র দুইপাশে হাস্যোজ্জ্বল আমুদে ভঙ্গিমায় দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সির দুই বিলিওনিয়ার। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে জাহিদ এফ সরদার সাদী’র সখ্যতা বহু বছর ধরে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সম্পর্কোন্নয়নে গেটওয়ে হিসেবে কাজ করেছেন। গত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ইস্যুতে মার্কিন কর্তাদের সঙ্গে দেন দরবার করে বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের নানা অপকর্ম তুলে ধরেছেন। সাদীর এসব উদ্যোগ বাংলাদেশ সম্পর্কে মার্কিন সরকারের মনোভাব পরিবর্তনে এবং স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে সহায়ক হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বন্ধন এবং সহযোগিতার হাতকে আরো দৃঢ় করবে বলে বিশ্লেষকদের ধারণা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |