ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ফিলিপাইনে ডিজিটাল সামিটে অংশ নিয়েছে অরেঞ্জবিডি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 January, 2025, 2:47 PM

ফিলিপাইনে ডিজিটাল সামিটে অংশ নিয়েছে অরেঞ্জবিডি

ফিলিপাইনে ডিজিটাল সামিটে অংশ নিয়েছে অরেঞ্জবিডি

ফিলিপাইন সরকারের বিভিন্ন ই-গভর্নেন্স প্রকল্পের প্রযুক্তিগত সহযোগিতায় কাজ করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি)। তারই অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনের বাংসমারো রাজ্যের শরীফ কবুনসুয়ান কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত ডিজিটাল বাংসমারো সামিটে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। 

ফিলিপাইনের স্থানীয় সরকার মন্ত্রী, বাংসমারো রাজ্যের প্রধান এবং ইউএনডিপির ফিলিপাইন প্রধান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘ডিজিটাল বাংসমারো সামিটে’ অরেঞ্জবিডির পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার মো. শামীম হোসেনের নেতৃত্বে একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ‘জার্নি টু ডিজিটালাইজেশন অ্যান্ড সার্ভিস ডেলিভারি ইকোসিস্টেম ব্লুপ্রিন্ট’ শীর্ষক সামিটে আলোচনা করেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের বাংসমারো রাজ্যে ১২৩টি পৌরসভার মধ্যে ২০টি পৌরসভার ১৪টি নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবাসমূহ ডিজিটালাইজড করার করছে অরেঞ্জবিডি লিমিটেড। যা পর্যায়ক্রমে সকল পৌরসভায় কার্যকর করা হবে। উক্ত প্রকল্পের আওতায় সকল নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবা পর্যায়ক্রমে ডিজিটাল ট্রান্সফর্মেশনের আওতাধীন হবে।

এছাড়াও ফিলিপাইনের রাষ্ট্রপতির অধীনে থাকা প্রতিষ্ঠান ন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট মনিটরিং সিস্টেম ডেভেলপমেন্টেরও কাজ করছে অরেঞ্জবিডি। এই সিস্টেম ফিলিপাইন সরকার এবং দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহের পর্যবেক্ষণ, তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ফিলিপাইন সরকারকে সহযোগিতা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status