ক্রিপ্টো কারেন্সিকে জাকাতের অন্তর্ভুক্ত করলো মালয়েশিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() ক্রিপ্টো কারেন্সিকে জাকাতের অন্তর্ভুক্ত করলো মালয়েশিয়া সংবাদ সম্মেলনে দাতুক আবদুল হাকিম জানান, মালয়েশিয়ায় ক্রিপ্টো কারেন্সি একটি বিকাশমান খাত। বর্তমানে দেশটির মোট বিনিয়োগকারীর ৫৪ দশমিক ২ শতাংশই এ খাতের। এই বিনিয়োগকারীদের অধিকাংশেরই বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। তাদের হাতে জমা রয়েছে ১ হাজার ৬০০ কোটি রিংগিত বা বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার ৫২৬ কোটি ২১ লাখ টাকার সমপরিমাণ সম্পদ। এ কারণে সরকার মনে করছে এই ক্রিপ্টো খাত জাকাতের একটি নতুন উৎস হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। তথ্য বলছে, ৩ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার মানুষ অধ্যুষিত মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। দেশটির ক্রিপ্টো খাতে বিনিয়োগকারীদেরও একটি বড় অংশ মুসলিম। সম্প্রতি ফেডারেল টেরিটোরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের ১৩৪ তম সেশনে ডিজিটাল কারেন্সিকে ব্যবসায়যোগ্য পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে- উল্লেখ করে দাতুক আবদুল হাকিম আরও বলেন, এখন ডিজিটালাইজেশনের যুগ। অর্থনীতি যেহেতু ডিজিটাল হচ্ছে, আমাদেরও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |