ঝলমলে শাড়িতে বছর শুরু করলেন জয়া
নতুন সময় ডেস্ক
|
![]() ঝলমলে শাড়িতে বছর শুরু করলেন জয়া ![]() ঝলমলে শাড়িতে বছর শুরু করলেন জয়া আর বয়সকে হার মানানো সুন্দরী এই অভিনেত্রী প্রায়ই আজকাল শাড়িতে সাজান নিজেকে। ঝলমলে শাড়ির লুক দিয়েই তিনি নতুন বছর শুরু করলেন। ![]() ঝলমলে শাড়িতে বছর শুরু করলেন জয়া অ্যান্টিক ফিনিশের জরীর বুননে কালো চওড়া পাড়ের ব্রোকেড জমিনের সোনালি শাড়ি পরেছেন জয়া এখানে। ঐতিহ্যবাহী এই ঝলমলে শাড়ির সঙ্গে ব্লাউজে কোনো নিরীক্ষায় যান নি তিনি। জয়ার এই শাড়ির লুকের ড্রেপটিও খুবই ট্র্যাডিশনাল। ![]() ঝলমলে শাড়িতে বছর শুরু করলেন জয়া টেনে বাঁধা চুলে খোঁপা করেছেন এই অভিনেত্রী। চোকার আর চুড়িতেও অ্যান্টিক ফিনিশ। মিনিমালিজমের সূত্র মেনে কান খালি রেখেছেন জয়া। মেকওভারেও ব্রঞ্জ শেড লক্ষ্যনীয়। সফট গ্ল্যাম লুক বেছেন নিয়েছেন জয়া এই জমকালো শাড়ির সাজে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |